চুরির ১২ লাখ টাকার স্বর্ণালংকারসহ যুবক ধরা

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার নতুনব্রিজ এলাকায় চুরি হওয়া ১২ লাখ টাকার মূল্যের স্বর্ণালংকার, মোবাইল ফোন ও মূল্যবান সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত নুর হোসেন কালু (৩১) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার নুর হোসেন কালু বাঁশখালীর জলদী সরল বাজার এলাকার মৃত ফতেহ মাহমুদের ছেলে। বর্তমানে তিনি বাকলিয়ার তুলাতলী এলাকার লিজা কলোনিতে বসবাস করে।

পুলিশ জানায়, গত ৭ জুলাই বিকেলে বাকলিয়া থানার শহীদ বশরুজ্জামান গোলচত্বর এলাকায় স্বপ্না রানী ধর (৫৮) নামের এক নারী সিএনজিচালিত অটোরিকশা থেকে নেমে মোবাইলে কথা বলার সময় তার সঙ্গে থাকা কাপড়ের ব্যাগটি চুরি হয়ে যায়। ব্যাগে ছিল স্বর্ণালংকার, মোবাইল ফোন, নগদ অর্থ ও শাড়ি—সব মিলিয়ে যার বাজারমূল্য প্রায় ১২ লাখ ৩২ হাজার ৫০০ টাকা। ঘটনার পরপরই স্বপ্না রানী নগরের বাকলিয়া থানায় মামলা দায়ের করেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের চকবাজার জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. নূরে আল মাহমুদ বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ঘটনার মূল হোতা নুর হোসেন কালুকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তার দেওয়া স্বীকারোক্তি ও বাদীর সনাক্ত অনুযায়ী, কালুর বাসা থেকে ৭ দশমিক ৩ ভরি স্বর্ণালংকার, ১টি স্মার্টফোন, নগদ টাকা, শাড়িসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়। উদ্ধার মালামালের আনুমানিক মূল্য ১২ লাখ ৩২ হাজার ৫০০ টাকা।

গ্রেপ্তার নুর হোসেন কালুর বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্র ও চুরিসহ নানা অভিযোগে ১৩টি মামলা রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top