চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা, মূলহোতা ধরা

চাটগাঁ নিউজ ডেস্ক : সাতকানিয়ায় চুরির আপবাদ দিয়ে গাছের সাথে বেঁধে এক যুবককে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি মো. হোসাইন প্রকাশ হোসেন (৪১) নামে একজনকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

ঘটনার ৪ বছর পর বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকালে সাতকানিয়া থানাধীন কফিরের পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার (৮ নভেম্বর) পিবিআই সূত্রে নিশ্চিত করা হয়েছে।

গ্রেফতার মো. হোসাইন প্রকাশ হোসেন চট্টগ্রাম জেলার সাতকানিয়া পৌর সভার পশ্চিম ছিটুয়া পাড়ার মৃত সোলাইমানের ছেলে।

সূত্র আরও জানায়, ২০২০ সালের মার্চের ৩ তারিখ ভিকটিম হানিফকে জরুরি কথা আছে বলে মোবাইল ফোনে ডেকে নিয়ে অনু ফকিরের দোকানের কাছাকাছি বিল্যাপাড়া রোড এলাকায় গাছের সাথে বেঁধে মারধর করে গুরুতর জখম করা হয়। এতে ভিকটিমের দুই পায়ের হাঁটুর নীচে ভেঙে যায়। স্থানীয় কমিশনার খরব পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভিকটিমকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ খবর দেয়।

সাতকানিয়া পুলিশ ভিকটিম হানিফকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে পরের দিন চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এই ঘটনায় সাতকানিয়া থানায় হত্যা মামলা দায়ের করে ভিকটিমের স্ত্রী।

মামলা তদন্ত কর্মকর্তা পিবিআই চট্টগ্রাম জেলার পুলিশ পরিদর্শক মো. বাবুল আকতার বলেন, গ্রেফতার ওই আসামি মামলার এজহারনামীয় ১নং আসামি। এ ঘটনায় জড়িত পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top