চুরির অপবাদে কিশোরকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়ির কাঞ্চননগরে চুরির অপবাদ দিয়ে কিশোরকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। এতে আটক ২ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিহত কিশোর মো. রিহান উদ্দিন মাহিনের মা খাদিজা বেগম বাদি হয়ে শুক্রবার (২২ আগস্ট) রাতে ৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৭ জনকে আসামি করে এ মামলা দায়ের করেন।

গ্রেপ্তার ২ জন নোমান (২২) ও আজাদকে (২৩) শনিবার (২৩ আগস্ট) সকালে আদালতে পাঠানো হয়। বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে নিশ্চিত করেছেন ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ।

তিনি জানান, তারা সবাই কাঞ্চননগর ইউনিয়নের মধ্যম কাঞ্চননগর গ্রামের বাসিন্দা। অন্য আসামিরা হলেন— নাজিম উদ্দিন, তৈয়ব ও মহিউদ্দিন। তাদের ধরতে অভিযান অব্যাহত আছে।

পুলিশ সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধের প্রতিশোধ নিতে পরিকল্পিতভাবে ওই কিশোরদের পেটানো হয়। এতে মাহিন নামে এক কিশোরের মৃত্যু হয় এবং আরও ২ কিশোর চিকিৎসাধীন আছে।

নিহত মাহিন ওই এলাকার সাগর আলী তালুকদার বাড়ির মুদি দোকানি মুহাম্মদ লোকমানের ছেলে।

গতকাল শুক্রবার (২২ আগস্ট) ভোরে স্থানীয় চেইঙ্গার ব্রিজ এলাকায় মাহিনসহ তিন কিশোর অবস্থান করছিল। এসময় কয়েকজন যুবক তাদের চোর সন্দেহে ধাওয়া করে।

প্রাণভয়ে তিনজন একটি নির্মাণাধীন ভবনের ছাদে আশ্রয় নিলেও হামলাকারীরা তাদের নিচে নামিয়ে ব্রিজের ওপর এনে বেঁধে রেখে বেধড়ক মারধর করে। এতে ঘটনাস্থলেই মাহিন মারা যায়। গুরুতর আহত মানিক ও রাহাতকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তাদের বাড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top