চুয়েটে ২৮ গবেষণা প্রকল্পের অনুমোদন

শেয়ার করুন

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ২৮টি নতুন গবেষণা প্রকল্পের অনুমোদন দিয়েছে। এই প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য ৯৪ লাখ ৬৪ হাজার ৭৫০ টাকা বরাদ্দ দেওয়া হয়। পাশাপাশি ২৪টি গবেষণা প্রকল্প সম্পন্নকারী গবেষকদের স্বীকৃতিস্বরূপ সনদ ও অভিনন্দনপত্র দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে গবেষণা প্রকল্প সম্মাননা ও প্রকল্প সমাপ্তির স্বীকৃতি প্রদান-২০২৪ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

গবেষণা ও সম্প্রাসরণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. সজল চন্দ্র বণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিভিল ও এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. সুদীপ কুমাল পাল, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন, যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. এএইচ রাশেদুল হোসেন এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top