রাউজান প্রতিনিধি: ‘এমআইই রোবোলিউশন ১.০’ এই শিরোনামে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলছে জাতীয় রোবটিক্স ও প্রযুক্তি উৎসব ।
আজ বৃহস্পতিবার (৮ মে) সকাল ১০টায় কেক কাটা ও বর্ণাঢ্য র্যালির মাধ্যমে এই উৎসবের উদ্বোধন করা হয়। যা চলবে আগামী ১০ মে পর্যন্ত।
এমআইই বিভাগ থেকে শুরু হয়ে র্যালিটি বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর হয়ে অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে বেলা ১১টায় চুয়েট কেন্দ্রীয় অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং (এমআইই) বিভাগের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ভিন্নধর্মী এই উৎসবটি। যেখানে দেশের ৪১টিরও বেশি বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে প্রায় সাত শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেন, ‘রোবটের ব্যবহার শ্রমবাজারে পরিবর্তন আনছে, বিশেষ করে যান্ত্রিক ও পুনরাবৃত্তিমূলক কাজে। তবে মানবিক গুণাবলী ও সৃজনশীলতার গুরুত্ব এখনো রয়েছে। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তি জ্ঞান ও নতুন দক্ষতা অর্জন জরুরি। মেকাট্রনিক্স ও শিল্প প্রকৌশলে দক্ষতা থাকলে কর্মক্ষেত্র ও ক্যারিয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।’
বেলা সাড়ে ১১টায় সেমিনার শুরু হয়। এতে আমন্ত্রিত বক্তারা বিভিন্ন শিল্প কারখানায় রোবটিক্সের ব্যবহার এবং প্রযুক্তিগত বিভিন্ন বিষয়ের ওপর বক্তব্য রাখেন। এ সময় শিক্ষার্থীরা মনোযোগ সহকারে সেমিনারটি শুনেন।
সেমিনারের পাশাপাশি উৎসবে প্রযুক্তি, উদ্ভাবন, মেকাট্রনিক্স, রোবটিক্স, সফটওয়্যার ও ডিজাইনভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। ‘এমআইই রোবোলিউশন ১.০ ’-এর বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে “টেকাথন”, যেটি দেশের প্রথম সরাসরি যন্ত্র ও সফটওয়্যার সমন্বিত হ্যাকাথন।
এছাড়াও আয়োজিত হবে ক্যাড প্রতিযোগিতা, রোবো সকার, লাইন ফলোয়িং রোবট, প্রজেক্ট শোকেস ও দাবা প্রতিযোগিতা।
আগামীকাল ৯ মে দ্বিতীয় দিন অনুষ্ঠিত হবে লাইন ফলোয়িং রোবট, সকার বট এবং টেকাথন প্রতিযোগিতা। উৎসবের শেষ দিন ১০ মে অনুষ্ঠিত হবে প্রজেক্ট উপস্থাপন, ক্যাড প্রতিযোগিতা ও দাবা প্রতিযোগিতা। পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটবে।
এই উৎসব উপলক্ষে এমআইই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. প্রসঞ্জীত দাশ বলেন, ‘এই আয়োজনের মূল লক্ষ্য হলো বাংলাদেশে প্রযুক্তি ও রোবটিক্স শিক্ষার প্রতি তরুণদের আগ্রহ তৈরি করা, তাদের উদ্ভাবনী চিন্তা ও সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানো এবং একটি মানসম্মত জাতীয় প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি করা। এটি শুধুমাত্র একটি ইভেন্ট নয়, বরং প্রযুক্তিপ্রেমী তরুণদের জন্য একটি অনুপ্রেরণার প্ল্যাটফর্ম। এছাড়াও এই উৎসবে দেশসেরা গবেষক ও প্রযুক্তি বিশেষজ্ঞদের উপস্থিতি শিক্ষার্থীদের জ্ঞান ও অনুপ্রেরণা বাড়িয়ে তুলবে। আয়োজনে দেশের স্বনামধন্য কিছু শিল্পকারখানা থেকেও বিশেষজ্ঞ দল অংশ নেবে। আমরা তাদের নিয়ে সেমিনারের আয়োজন করব এবং আমাদের লক্ষ্য থাকবে তাদের সঙ্গে বিভাগের একটি সহযোগিতার সম্পর্ক গড়ে তোলা।’
এমআইই বিভাগের বিদায়ী ব্যাচের শিক্ষার্থী মেহেদী হাসান অভি বলেন, ‘এমআইই রোবোলিউশন ১.০ একটি জাতীয় পর্যায়ের রোবটিক্স প্রতিযোগিতা, যা বর্ণাঢ্য র্যালি ও সেমিনারের মাধ্যমে যাত্রা শুরু করেছে। এই আয়োজন দেশের অটোমেশন, রোবটিক্স ও ইনোভেশন খাতকে একত্রিত করে নতুন উদ্ভাবন ও প্রযুক্তি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি, এটি মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের সঙ্গে বিভিন্ন খাতের মধ্যে সেতুবন্ধন গড়ে তুলবে, যা ভবিষ্যতের শিল্প ও প্রযুক্তি বিকাশে সহায়ক হবে।’
উল্লেখ্য, উৎসবে অনুষ্ঠিতব্য বিভিন্ন প্রতিযোগিতার জন্য পুরস্কার হিসেবে থাকবে মোট ৩ লক্ষ ৩০ হাজার টাকা। এতে মূল পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে সিএস ল্যাব, এবং অন্যান্য পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে আইকোনিক, সিনকস, পার্টিকেলস, ওয়াইজেন, ইক্লেকটিক, ম্যাক্রো কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ফ্যাক্টরি নেক্সট।
চাটগাঁ নিউজ/জয়নাল/জেএইচ