চীনে ভূমিধসে চাপা পড়েছে অন্তত ৪৭ জন

শেয়ার করুন

চাটগাঁ নিউজ ডেস্ক : চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশে ভূমিধসে অন্তত ৪৭ জন চাপা পড়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম। বর্তমানে ঝাওটং শহরের জেনসিয়ং কাউন্টিতে উদ্ধার তৎপরতা চলছে। কেউ মারা গেছে কিনা তা এখনও স্পষ্ট না।

সোমবার ২২ জানুয়ারি সকালে এই ঘটনা ঘটে। সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ঘটনার পর ওই অঞ্চল থেকে ৫০০ জনেরও বেশি মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। স্থানীয় গণমাধ্যমের ভিডিওতে দেখা গেছে, উদ্ধারকারীরা ধসে পড়া ভবনগুলোর মধ্যে উদ্ধার কাজ করছেন। সেই অঞ্চলে বর্তমান তাপমাত্রা শূন্যের নিচে।

সোমবার স্থানীয় সময় ভোর ৫টা ৫১ মিনিটে ভূমি ধস হয়। রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভি জানিয়েছে, এই ঘটনায় প্রায় ১৮টি পরিবার ভবনগুলোর নিচে চাপা পড়েছে। ভূমি ধস কিভাবে হয়েছে তা এখনও জানা যায়নি।

চীনের এই অঞ্চলে ভূমিধস সাধারণ ঘটনা। ২০১৩ সালের জানুয়ারি মাসে ঝেনসিয়ং কাউন্টিতে ভূমিধসে ১৮ জন নিহত হয়েছিল।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top