চিৎমরম মুসলিমপাড়া পাড়া কেন্দ্রে কাপ্তাই তথ্য অফিসের উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত

কাপ্তাই প্রতিনিধি: বার্ষিক কর্মসম্পাদন চুক্তি এর আওতায় এবং গণযোগাযোগ অধিদপ্তরের প্রচার প্রচারণামূলক কর্মসূচীর অংশ হিসাবে রাঙামাটির কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে বুধবার  (১১ অক্টোবর)  সকালে উপজেলার চিৎমরম ইউনিয়নের মুসলিমপাড়া পাড়াকেন্দ্রে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে সরকারের উন্নয়নের ধারাবাহিকতা,২০৪১ সালে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য, মাদক,সন্ত্রাস,বাল্যবিবাহ, ডেঙ্গু প্রতিরোধ,নারী নির্যাতন প্রভৃতি বিষয়ে আলোচনা করা  হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কলে যুক্ত হয়ে বক্তব্য প্রদান করেন গণযোগাযোগ অধিদপ্তরের  পরিচালক (প্রচার ও সমন্বয়)  হাসিনা আক্তার ।

কাপ্তাই উপজেলা সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে এসময়  বিশেষ অতিথির বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের মাঠ সংগঠক মাথিচিং মারমা।

উন্মুক্ত বৈঠকে  সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Scroll to Top