নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চ’র মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ঢাকা শাহজালাল বিমানবন্দর থেকে ডিবি পরিচয়ে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটি।
আজ সোমবার (২৫ নভেম্বর) সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক আল মামুন স্বাক্ষরিত এক লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে এই নিন্দা জ্ঞাপন করা হয়। বিজ্ঞপ্তিতে এই ঘটনার প্রতিবাদ জানানোর পাশাপাশি তার নিঃশর্ত মুক্তির দাবি করা হয়।
গণমাধ্যমে পাঠানো প্রতিবাদ লিপিতে উল্লেখ করা হয় যে, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে এয়ারপোর্ট থেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভুকে বিমানবন্দর থেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার ঘটনার মাধ্যমে বর্তমান অবৈধ ও অসাংবিধানিক অন্তবর্তীকালীন সরকারের প্রকৃত ফ্যাসিস্ট চেহারা জাতির সামনে আবার উন্মোচিত হয়েছে। যা এদেশের জনগণ কখনোই মেনে নিবে না।
সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। ধর্মের দোহাই দিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন ও বৈষম্য কখনোই মেনে নিবে না মুক্তিযুদ্ধ মঞ্চ।
সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বাধ্য হয়ে নিজেদের জীবনের নিরাপত্তার দাবিতে সারাদেশে শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ জানিয়ে যাচ্ছে। সম্প্রতি রংপুরে সনাতনীদের শান্তিপূর্ণ সমাবেশে রাষ্ট্রীয় মদদে মৌলবাদী অপশক্তিরা হামলা চালিয়ে কয়েকজন সনাতনীকে হত্যা ও নির্মমভাবে আহত করেছে। কিন্তু এখনও পর্যন্ত এই হত্যা ও হামলার ঘটনায় কোন মামলা ও গ্রেফতার হয়নি যা আইনের শাসন পরিপন্থী। সনাতনীদের অধিকার আদায়ের যৌক্তিক আন্দোলনকে দমিয়ে রাখার জন্য নানাবিধ ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে আজ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভুকে বিমানবন্দর থেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে যা দেশের সংবিধান ও প্রচলিত আইন পরিপন্থী।
মুক্তিযুদ্ধ মঞ্চের দাবি, সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভুকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং সনাতনীদের যৌক্তিক দাবিসমূহ মেনে নিতে হবে। অন্যথায় দেশব্যাপী কঠোর কর্মসূচী ঘোষণা করবে মুক্তিযুদ্ধ মঞ্চ।
চাটগাঁ নিউজ/ইউডি