চিন্ময় অনুসারী-পুলিশ সংঘর্ষে সাংবাদিক আহত, গাড়ি ভাংচুর

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরকে ঘিরে চট্টগ্রামে পুলিশ-চিন্ময় অনুসারীদের সংঘর্ষে সংবাদ সংগ্রহ করতে গিয়ে চট্টগ্রামের চার সংবাদকর্মীর মোটর বাইক ভাংচুর ও তিন সংবাদকর্মী আহত হয়েছেন।

ক্ষতিগ্রস্ত সংবাদকর্মীরা হলেন- বিডিনিউজ টোয়েন্টি ফোর ডট কম.র ফটো সাংবাদিক সুমন বাবু, দৈনিক আমাদের সময়.র ফটো সাংবাদিক আবু সাঈদ মোহাম্মদ তামান্না, দৈনিক দেশ রূপান্তর’র ফটো সাংবাদিক আকমল হোসেন ও সারাবাংলা.ডট কম’র ফটো সাংবাদিক শ্যামল নন্দী ও সি প্লাস টিভি.র সংবাদ কর্মী (রিপোর্টার) তাফহিম আলমগীর। একই সাথে কালেরকণ্ঠ’র ফটো সাংবাদিক রবি শংকর ও ডিজিটালের ভিডিওগ্রাফার সাকিব।
এদিকে, সংবাদ সংগ্রহ করতে গিয়ে ক্ষতিগ্রস্ত সংবাদকর্মীদের গাড়ি ভাংচুর ও আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সাংবাদিক সমাজ।

জানা গেছে, জাতীয় পতাকা অবমাননা মামলায় গ্রেফতার সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ২৬ নভেম্বর সকাল সাড়ে ১০ টায় আদালতে হাজির করা হলে তার অনুসারীরা হাজার হাজার নেতাকর্মী আদালত প্রাঙ্গনসহ সংশ্লিষ্ট এলাকায় বিক্ষোভ শুরু করে। আদালত চিন্ময় কৃষ্ণের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে বিক্ষোভকারীরা আদালত এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে। এসময় তারা আদালত পাড়ার বিভিন্ন স্থাপনা, পার্কিং করে রাখা মোটর বাইক, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনে ভাংচুর চালায়। এসময় তারা ইটপাটকেল, পাথর ছুঁড়ে মারে। ঘটনাস্থলে সংগ্রহ করতে গিয়ে আদালত এলাকায় পার্কিং করে রাখা চার সাংবাদিকের মোটর সাইকেলও ভাংচুরে পড়ে যায়। ভাংচুরে বিডিনিউজ টোয়েন্টি ফোর ডট কম.র ফটো সাংবাদিক সুমন বাবু, দৈনিক আমাদের সময়.র ফটো সাংবাদিক আবু সাঈদ মোহাম্মদ তামান্না, দৈনিক দেশ রূপান্তর’র ফটো সাংবাদিক আকমল হোসেন ও সারাবাংলা.ডট কম’র ফটো সাংবাদিক শ্যামল নন্দীর মোটরবাইক ক্ষতিগ্রস্ত হয়।

এই ব্যাপারে বিডি নিউজ টোয়েন্টিফোর ডট.কমের ফটো সাংবাদিক সুমন বাবু জানান, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ, শেল ছুঁড়লে সবাই দৌঁড়ে পালাতে থাকে। এসময় আমাদের মোটর সাইকেলসহ আরো অনেকগুলো গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

বিক্ষোভকারীদের বাঁধা দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা লাঠিচার্জ চালালে এতে তিন সাংবাদিক আহত হন। লাঠিচার্জে দৈনিক কালের কণ্ঠ’র ফটো সাংবাদিক রবি শংকর, সি প্লাস টিভি’র রিপোর্টার তাফহিম আলমগীর ও ডিজিটালের ভিডিওগ্রাফার সাকিব আহত হন।

আহত সি প্লাস টিভি’র রিপোর্টার তাফহিম আলমগীর বলেন, আদালতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলাবাহিনী লাঠিচার্জ চালালে বিক্ষোভকারীরা পাথর ছুঁড়তে শুরু করে। এসময় একটি পাথরের টুকরা এসে আমার গোড়ালিতে লাগে। আঘাত পেয়ে আমি খোঁড়াতে খোঁড়াতে নিরাপদ জায়গায় কিছুক্ষণ আশ্রয় নিই। তবে তেমন বিপদজনক আঘাত পাইনি।

এদিকে, এই ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম এক বিবৃতিতে উল্লেখ করা হয় , যে কোন ঘটনা কিংবা পরিস্থিতির প্রকৃত তথ্য, ছবি আর ভিডিও ফুটেজ সংগ্রহের জন্য সাংবাদিকদের মাঠে থাকতে হয়। কিন্তু প্রায়ই দেখা যায়, সাংবাদিক ও তাঁদের ক্যামেরা কিংবা মোটর সাইকেলকে আক্রমণের টার্গেটে পরিণত করে একশ্রেণির লোক। যা সম্পূর্ণ অপ্রত্যাশিত ও অনাকাঙ্খিত।

সিইউজে নেতারা এ ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনকারী সাংবাদিক ও তাদের জিনিসপত্র যেন আক্রমণের লক্ষ্যবস্তু না হয় এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা হলে তার প্রতিবাদে গত ২৫ অক্টোবর চট্টগ্রামের লালদিঘী মাঠে সমাবেশ করে নতুন সংগঠন সনাতন জাগরণ মঞ্চ। সমাবেশের দিন চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে জাতীয় পতাকার ওপরে ইসকনের গেরুয়া রঙের পতাকা ওড়ানোর অভিযোগে ৩০ অক্টোবর কোতোয়ালি থানায় রাষ্ট্রদ্রোহ মামলা করেন মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান। সেই মামলায় অভিযুক্ত চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গতকাল ২৫ নভেম্বর বিকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। আজ তাকে আদালতে হাজির করা হলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। এসময় চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি দাবিতে তার অনুসারীরা আদালত প্রাঙ্গনে বিক্ষোভ কর্মসূচি পালন করে।

চাটগাঁ নিউজ/ ইউডি  

Scroll to Top