চিন্ময়ের শুনানিতে ১১ আইনজীবী

নিশ্ছিদ্র নিরাপত্তা

চাটগাঁ নিউজ ডেস্ক: বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানিতে অংশ নিতে আদালতে পৌঁছেছেন সুপ্রিম কোর্টের ১১ আইনজীবীর একটি দল। পাশাপাশি শুনানিকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত এলাকার নিরাপত্তা নিশ্চিতে ব্যাপক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে আইনজীবীরা চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে প্রবেশ করেন।

চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (প্রসিকিউশন) এএএম হুমায়ুন কবির জানান, আদালতের দুই পথে বিপুল সংখ্যক পুলিশ, বিজিবি ও সেনাসদস্য মোতায়েন রয়েছেন। সেই সঙ্গে সাদা পোশাকেও আছে পুলিশ।

আইনজীবী যারা এসেছেন তাদের নিরাপত্তার কথা বিবেচনা করেই এই বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

গত ২৫ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের একটি বড় সমাবেশ হয়। এর কয়েক দিন পর ৩১ অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। এ মামলায় আরও ১৮ জনকে আসামি করা হয়।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top