চিত্রনায়িকা অপু বিশ্বাস ও হিরো আলমের মামলার জুটি

বিনোদন ডেস্ক: চিত্রনায়িকা অপু বিশ্বাস ও কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের বিরুদ্ধে প্রযোজক সিমি ইসলাম কলি মামলা করেছেন, যেখানে আসামি করা হয়েছে জাহিদুল ইসলাম আপনকেও। মামলা নম্বর ১১৩৬/২০২৪ অনুযায়ী, চলতি বছরের ২৪ আগস্ট ঢাকার আদালতে এ মামলা দায়ের করা হয়েছিল।

প্রযোজক সিমির দাবি, তার ইউটিউব চ্যানেলটি অপু বিশ্বাস ও জাহিদুল ইসলাম হ্যাক করেছেন। তিনি এ সমস্যা সমাধানের জন্য প্রথমে সাধারণ ডায়েরি করেন এবং পরে প্রযোজক সমিতির সহায়তা নেন। তবে শেষমেশ কোনো সমাধান না পেয়ে আদালতের শরণাপন্ন হন। জানা গেছে, অপুর বিশ্বাসের ডিজিটাল চ্যানেলগুলো পরিচালনার দায়িত্বে রয়েছেন জাহিদুল ইসলাম।

মামলার অভিযোগে বলা হয়, গত বছরের আগস্টে সিমির ইউটিউব চ্যানেলটি হ্যাক করা হয় এবং পরবর্তীতে সেটি ফিরিয়ে দেওয়ার কথা বললেও কার্যকর কোনো ব্যবস্থা নেননি অপু বিশ্বাস। চলতি বছরের জানুয়ারিতে সিমি লালবাগ থানায় সাধারণ ডায়েরি করেন এবং অপু ও জাহিদুলকে আসামি করেন।

মামলার বিবরণ অনুযায়ী, বিষয়টি মিটমাট করার জন্য হিরো আলম মধ্যস্থতাকারী হিসেবে এগিয়ে আসেন এবং চ্যানেলটি ফেরত দেওয়ার বিনিময়ে ১০ লাখ টাকা দাবি করা হয়, যা অপু বিশ্বাসের পক্ষ থেকে চাওয়া হয়েছিল বলে অভিযোগ করেন সিমি। দর কষাকষির পর চ্যানেলটি ফেরত পাওয়ার আশায় সিমি হিরো আলমকে ৫ লাখ টাকা দেন। চ্যানেলটি ফিরে পেলেও সিমি অভিযোগ করেন যে তার ভিডিওগুলো মুছে ফেলা হয়েছে।

প্রযোজক সিমি ইসলাম গণমাধ্যমে জানান, ইউটিউব চ্যানেলটি ফেরত পাওয়ার পরও ভিডিওগুলো ফেরত না পাওয়ায় অপু বিশ্বাস ও হিরো আলমের কাছে বেশ কয়েকবার অনুরোধ করেছেন। তিনি আরও জানান, চলচ্চিত্র প্রযোজক নেতা খোরশেদ আলম খসরুর মাধ্যমেও বিষয়টি সমাধানের চেষ্টা করেন, তবে সফল হননি। হিরো আলম তাকে ফোন করে বলেন, টাকার বিনিময়ে চ্যানেলটি ফিরিয়ে দেওয়া সম্ভব, যা পরে সত্য প্রমাণিত হয়। তবে ভিডিওগুলো ফেরত না পাওয়ায় সিমি আদালতের দ্বারস্থ হয়েছেন।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top