চাটগাঁ নিউজ ডেস্ক: শতবর্ষী বাণিজ্য সংগঠন দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. মোতাহের হোসেন।
আজ বুধবার (২১ জানুয়ারি) চেম্বারের যুগ্ম সচিব নুরুল আবছার চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, বুধবার (২১ জানুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ শাখার উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত পত্রের মারফত প্রশাসক মোহাম্মদ নূরুল্লাহ নূরীর (সদস্য, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ) পরিবর্তে সরকারের অনুমোদনক্রমে মো. মোতাহের হোসেনকে ২০ জানুয়ারি থেকে চলমান চট্টগ্রাম চেম্বার নির্বাচন কার্যক্রম সম্পন্ন করা পর্যন্ত দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসক হিসেবে নিয়োগ করা হলো।
সূত্র জানায়, ২০২৪ সালের ২ সেপ্টেম্বর চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৩-২৪ মেয়াদের পরিচালনা পর্ষদ থেকে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি ও পরিচালকসহ ২৪ জন সদস্য পদত্যাগ করায় বাণিজ্য সংগঠন আইন-২০২২ এর ১৭ ধারা মোতাবেক সরকারের অনুমোদনক্রমে ৯ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মহাপরিচালক বাণিজ্য সংগঠন) ড. নাজনীন কাউসার চৌধুরী স্বাক্ষরিত প্রশাসক নিয়োগ আদেশ জারি করেছিলেন।
চট্টগ্রাম চেম্বারের প্রশাসকের দায়িত্ব নেন তৎকালীন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশা। গত ২ জুলাই বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ শাখার উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত এক চিঠিতে ৬০ দিন মেয়াদ বাড়ানো হয়েছিল প্রশাসকের। প্রশাসক দায়িত্ব গ্রহণের ১১ মাস পর গত ১১ আগস্ট চট্টগ্রাম চেম্বারের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। পরে দুইটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করলেও মামলা সংক্রান্ত জটিলতা ও পরে জাতীয় নির্বাচনের কারণে চেম্বারের ভোট গ্রহণ হয়নি।
গত ৮ সেপ্টেম্বর বাণিজ্য সংগঠন-১ অনুবিভাগের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন চিঠি দিয়ে চেম্বারের নতুন প্রশাসক হিসেবে তৎকালীন চট্টগ্রামের অতিরিক্ত কমিশনার (সার্বিক) মোহাম্মদ নূরুল্লাহ নূরীকে নিয়োগ দেওয়ার বিষয়টি জানিয়েছিলেন।
চাটগাঁ নিউজ/জেএইচ






