চাঁদা দিতে না পারায় কাপ্তাই লেকে মাছ ধরা বন্ধ

কাপ্তাই প্রতিনিধি: চাহিদা মতো চাঁদা প্রদান না করায় আঞ্চলিক দলের বাধার মুখে কাপ্তাই লেকে মাছ ধরা বন্ধ করে দিয়েছে কাপ্তাইয়ের জেলেরা। সকাল থেকেই রাঙামাটির স্থানীয় বাজারগুলোতে কাপ্তাই হ্রদের মাছের উপস্থিতি অন্যান্য বছরের মতো লক্ষ্য করা যায়নি।

শনিবার (৩১আগস্ট) মধ্য রাত হতে কাপ্তাই লেকে মাছ ধরা নিষেধাজ্ঞা শেষে কাপ্তাইয়ের জেলেদের মাছ ধরার কথা থাকলেও পাহাড়ের একটি আঞ্চলিক দলের সদস্যদের  চাঁদা প্রদান না করায় তাঁরা কাপ্তাই লেকের জেলেদের মাছ ধরা বন্ধ করতে বলেছেন। রবিবার(১ সেপ্টেম্বর) সকালে ফলে কাপ্তাই মৎস্য অবতরণ কেন্দ্রে কোন মাছ জেলেরা অবতরণ করেন নাই।

রবিবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭ টায় কাপ্তাই মৎস্যজীবি সমিতির কয়েকজন নেতৃবৃন্দের সাথে এই বিষয়ে মুঠোফোনে  যোগাযোগ করা হলে তাঁরা নাম প্রকাশ না করার অনুরোধে এই প্রতিবেদককে জানান, জেএসএস (সন্তু) সমর্থিত কিছু সদস্য কাপ্তাই মৎস্যজীবী সমবায় সমিতির নিকট হতে অতিরিক্ত বাৎসরিক চাঁদা দাবি করে। যা অন্যান্য বছরে তুলনায় অনেক বেশি। তাদের কথামতো চাঁদা না দেয়ায় জেলেদের মাছ ধরতে নিষেধ করেছেন তাঁরা। এর ফলে জেলেরা মাছ ধরা থেকে বিরত রয়েছে।

কাপ্তাই মৎস্য উন্নয়ন কর্পোরেশনের উপ কেন্দ্র প্রধান জসিম উদ্দিন রবিবার সকাল ৮ টায় মুঠোফোনে এই প্রতিবেদককে বলেন, আজ রবিবার সকাল পর্যন্ত কাপ্তাই মৎস্য অবতরণ কেন্দ্রে কাপ্তাইয়ের জেলেরা কোন মাছ অবতরণ করেন নাই। কি কারনে জেলেরা মাছ ধরা হতে বিরত আছে তা জানি না।

উল্লেখ্য, কাপ্তাই লেকে মৎস্য প্রজনন বৃদ্ধির লক্ষ্যে গত ২৫ এপ্রিল ২০২৪ তারিখ হতে মৎস্য ধরা ও বিক্রয় কার্যক্রম বন্ধ ছিল। ৩১ আগস্ট  কাপ্তাই লেকে  মধ্য রাত  হতে মাছ ধরা এবং ১ সেপ্টেম্বর সকাল  ৬ টা  হতে কাপ্তাই মৎস্য অবতরণ কেন্দ্রে মাছ বিক্রয় কার্যক্রম শুরু করার কথা ছিল।

চাটগাঁ নিউজ/ঝুলন/এআইকে

Scroll to Top