চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভারতীয় জাহাজ ‘তানিশ ড্রিম’

চাটগাঁ নিউজ ডেস্ক: ভারত থেকে আমদানি করা ২৪ হাজার ৬৯০ মেট্রিক টন সেদ্ধ চালের প্রথম চালান নিয়ে চট্টগ্রাম বন্দরের ১১ নম্বর জেটিতে ভিড়েছে এমভি ‘তানিশ ড্রিম’ নামের জাহাজটি।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে জাহাজটি জেটিতে ভিড়েছে বলে জানিয়েছেন চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক জ্ঞানপ্রিয় বিদূর্শী চাকমা।

জাহাজের চালের নমুনা সংগ্রহপূর্বক ভৌত পরীক্ষা শেষে নিয়মিত প্রক্রিয়া শেষে জাহাজ থেকে চাল খালাস শুরু হবে।

উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় এটি অন্তর্বর্তী সরকারের আমলে ভারত থেকে আমদানিকৃত চালের প্রথম চালান।

এর আগে ভারত থেকে চাল আমদানির বিষয়টি গতকাল বুধবার খাদ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছিল।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top