পড়া হয়েছে: ১৮
চাটগাঁ নিউজ ডেস্ক: গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের প্রথম ৪ মাসে দেশে রাজস্ব আয় বেড়েছে ১৪ দশমিক ৩৬ শতাংশ।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) গবেষণা ও পরিসংখ্যান অনুবিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, চলতি অর্থবছরের জুলাই-অক্টোবর মাস পর্যন্ত দেশের রাজস্ব আয় হয়েছে ১ লাখ ৩ হাজার ৯৭৬ কোটি টাকা। আর গত অর্থবছরের প্রথম চার মাসে রাজস্ব আয় হয়েছিল ৯০ হাজার ৯১৮ কোটি টাকা। সে হিসাবে বছর ব্যবধানে রাজস্ব আয় বেড়েছে ১৪ দশমিক ৩৬ শতাংশ।
খাতভিত্তিক রাজস্ব আয়ের হিসাবে ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-অক্টোবর মাসে আমদানি ও রফতানি শুল্ক খাত থেকে ৩২ হাজার ৬৬৮ কোটি ৩৩ লাখ টাকা আয় হয়েছে। আর ২০২২-২৩ করবর্ষের প্রথম চার মাসে আমদানি ও রফতানি শুল্ক খাত থেকে রাজস্ব আয়ের পরিমাণ ছিল ২৯ হাজার ৯৩৬ কোটি ৮৭ লাখ টাকা। প্রবৃদ্ধি হয়েছে ৯ দশমিক ১২ শতাংশ।
এ ছাড়া চলতি অর্থবছরের জুলাই-অক্টোবর মাসে স্থানীয় পর্যায়ে মূসক থেকে আয় হয়েছে ৪০ হাজার ৪৮ কোটি ৬২ লাখ টাকা। গত অর্থবছরের একই সময়ে যা ছিল ৩৪ হাজার ১৯৭ কোটি ১১ লাখ টাকা। এক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে ১৭ দশমিক ১১ শতাংশ।
আর আয়কর ও ভ্রমণ কর খাতে ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-অক্টোবর মাসে রাজস্ব আয় হয়েছে ৩১ হাজার ২৫৯ কোটি ১৬ লাখ টাকা। গত অর্থবছরের একই সময়ে যা ছিল ২৬ হাজার ৭৮৩ কোটি ৫২ লাখ টাকা। এক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে ১৬ দশমিক ৭১ শতাংশ।
চলতি করবর্ষে এনবিআরের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা।