চার দিন পর স্বস্তির খবর দিল ওয়াসা, সারানো হলো ক্ষত পাইপ

নিজস্ব প্রতিবেদক : জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কালভার্ট নির্মাণের পাইলিংয়ের সময় হ্যামার ড্রিলের আঘাতে অক্সিজেন-কুয়াইশ সড়কের অনন্যা আবাসিক এলাকায় ফুটো হয়ে যাওয়া ওয়াসার পাইপ লাইনটি সারানো হয়েছে। ফলে গত চারদিন ধরে দুর্ভোগে পড়া নগরীর অন্তত ৩০ এলাকার মানুষের দুচিন্তার অবসান হতে চলেছে।

গত চারদিন ধরে নিরন্তর চেষ্টার পর আজ ২১ ফেব্রুয়ারি আনুমানিক দুপুর ২ টার সময় এ পাইপলাইনের মেরামত কাজ শেষ হয়েছে। বর্তমানে পাইপ লাইনে সঞ্চালনের ট্রায়াল দেয়া হচ্ছে। ট্রায়াল শেষে এ লাইনে পানি সরবরাহ শুরু করা হবে বলে জানিয়েছে চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ।

এ ব্যাপারে চট্টগ্রাম ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী (মড-সার্কেল) মো. নুরুল আমিন চাটগাঁ নিউজকে বলেন, পাইপ মেরামতের কাজ আজ (শুক্রবার) দুপুরের দিকে শেষ হয়েছে। পানি সরবরাহ বন্ধ থাকায় পাইপে হাওয়া জমে রয়েছে। সে হাওয়া বের করা হচ্ছে। মানে সাপ্লাই ট্রায়াল চলছে। তারপর পুরোদমে পানি সরবরাহ শুরু করা হবে।

গত সোমবার দুপুরে অক্সিজেন কুয়াইশ এলাকায় জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কালভার্ট নির্মাণের পাইলিংয়ের সময় এক্সকাভেটরের হ্যামারের ড্রিলের আঘাতে ওয়াসার কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্প-১’র সরবরাহ পাইপটিতে ৮-১০ ইঞ্চির ফুটো হয়ে যায়।

এরপর থেকে ওই লাইনের পানি ব্যবহারকারী নগরীর উত্তর হালিশহর, দক্ষিণ হালিশহর, আগ্রাবাদ, জামালখান, লালখানবাজার, মাদারবাড়ি, জিইসি, মুরাদপুর, কদমতলী, ধনিয়ালাপাড়া, নয়াবাজার, আনন্দবাজার, ২ নম্বর গেট, বায়েজিদ, অক্সিজেন, রৌফাবাদ, রুবি গেট, হিলভিউ, মোমেনবাগ, বহদ্দারহাট, চকবাজার, নন্দনকাননসহ অন্তত ৩০ এলাকায় পানি পাওয়া বন্ধ হয়ে যায়।

চাটগাঁ নিউজ/ইউডি/এসএ