চার দিনের সফরে নিজ জেলা পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি

চাটগাঁ নিউজ ডেস্ক: নিজ জেলা পাবনায় চার দিনের সরকারি সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সফরকালে তিনি বাবা-মায়ের কবর জিয়ারত, স্বজনদের সঙ্গে সাক্ষাৎ এবং স্থানীয় প্রশাসনের বিভিন্ন আনুষ্ঠানিক কার্যক্রমে অংশ নেবেন।

রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সূচি অনুযায়ী, আগামী বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটে হেলিকপ্টারযোগে পাবনায় পৌঁছাবেন রাষ্ট্রপতি। পৌঁছে তিনি জেলা সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করবেন এবং সেখানেই অবস্থান করবেন।

পরদিন শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে আরিফপুরে বাবা-মায়ের কবর জিয়ারত করবেন তিনি। পরে স্বজন ও পরিচিতজনদের সঙ্গে সাক্ষাৎ করবেন রাষ্ট্রপতি।

শনিবার (৮ নভেম্বর) সার্কিট হাউজে আত্মীয়-স্বজনদের সঙ্গে সময় কাটাবেন এবং সেখানেই রাত্রিযাপন করবেন। সফরের শেষ দিন রোববার (৯ নভেম্বর) গার্ড অব অনার গ্রহণ শেষে হেলিকপ্টারযোগে ঢাকায় ফিরবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট পরবর্তী এটাই প্রথম রাষ্ট্রপতির সরকারি সফর। এতদিন কেবল বঙ্গভবনেই নিরাপত্তা বলয়ে তিনি অবস্থান করছিলেন।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top