চান্দগাঁও থেকে অপহৃত কিশোরীকে হাটহাজারী থেকে উদ্ধার 

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে অপহৃত এক কিশোরীকে হাটহাজারী থেকে উদ্ধার করেছে পুলিশ। সে সাথে অপহরণ করার অভিযোগে অন্তু ঘোষ প্রকাশ লিংকন নামে এক যুবককে গ্রেপ্তারও করা হয়েছে।

আজ রোববার (২৭ এপ্রিল) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন।

গ্রেপ্তার অন্তু ঘোষ লিংকন চান্দগাঁও থানার উত্তর চান্দগাঁও হিন্দু পাড়া এলাকার মৃত শিবু কুমার ঘোষের ছেলে। অপহৃত কিশোরীর বয়স ১৭ বছর। সে একই থানাধীন বণিক পাড়া এলাকায় পরিবারের সঙ্গে থাকেন।

ওসি জানান, অপহরণের অভিযোগ পেয়ে আজ সকাল সাড়ে ১১টার দিকে অন্তু ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে। একইসাথে অপহৃত ১৭ বছর বয়সী কিশোরীকেও উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় ভিকটিমের পরিবার বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করেছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top