পড়া হয়েছে: ৮
চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ) রাতে পৃথক অভিযানে চান্দঁগাও থানাধীন মৌলভী পুকুর পাড় এবং সিএন্ডবি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন চান্দঁগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফতাব উদ্দিন।
গ্রেপ্তারকৃতরা হলেন – কক্সবাজারের চকরিয়া এলাকার বর্তমানে চান্দঁগাও এলাকায় বসবাসরত মোঃ রাসেল মিয়া (২০) এবং বাকলিয়া বলিরহাট এলাকার আলী আকবর (৩০), রাহাত্তারপুল এলাকার মোঃ ওয়াহিদুল আলম প্রঃ বাবু এবং চান্দগাঁও পাঠানিয়া এলাকার মোঃ হাবেজ।
চান্দঁগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফতাব উদ্দিন বলেন, চান্দঁগাও থানার বিভিন্ন মামলার চারজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন