পড়া হয়েছে: ৬২
চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণ মামলার এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে মধ্যম মোহরা পুরাতন জান আলী হাট এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার আসামির নাম মো. আবদুল হক (৫৫)। তার বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়ন পরিষদের হরর দিঘীর পূর্ব পাড় এলাকায়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
চাটগাঁ নিউজ/জেএইচ