চান্দগাঁওয়ে দুই গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে রাস্তা পারাপারের সময় দুই গাড়ির ধাক্কায় মো: পারভেজ (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল সাড়ে এগারোটার দিকে চান্দগাঁও থানাধীন এক কিলোমিটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফতাব উদ্দিন।

নিহত পারভেজ ভোলা জেলার চরফ্যাশন বাছারকান্দি গ্রামের শফিউল আলম বাবুলের ছেলে। সে নগরীর চান্দগাঁও থানাধীন খাজারোড এলাকায় বসবাস করতেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার সময় নিহত পারভেজ রাস্তা পার হতে গিয়ে একটি স্কুলবাস তাকে ধাক্কা দিলে সে উল্টো দিকে থাকা একটি কার্ভডভ্যানের উপর গিয়ে পড়ে গুরুত্বর আহত হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফতাব উদ্দিন বলেন, এ ঘটনায় দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top