পড়া হয়েছে: ৩৯
চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা এলাকায় জুয়ার আসরে অভিযান চালিয়েছে পুলিশ। এই অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১২ মার্চ) ভোরে চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল বড়ুয়া পাড়া এলাকায় এই অভিযান চালানো হয়। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- মোঃ আবু বক্কর ছিদ্দিক (২৬), স্বপন মারমা (৩৫), লিখন চাকমা (৩৪) এবং মোঃ কামরুল হাসান (২৬)।
ওসি মো. আফতাব উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন