চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থসহ ১৯ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট বাস টার্মিনাল পেট্টোল পাম্প এলাকার একটি বিল্ডিংয়ের ২য় তলার একটি রুম থেকে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফতাব উদ্দিন। এ সময় তাদের কাছ থেকে নগদ ১৩ হাজার ১৯৪ ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন -মোঃ ইয়াছিন আরাফাত (২৪), মোঃ রাশেদ (৩৫), মোঃ হানিফ (৩৩), নুর মোহাম্মদ (৪০), মোহাঃ আলী (৫৩), মোঃ ওসমান (৬৪), আজাদ হোসেন বাচ্চু (২৮), রুবেল শীল (২৭), মোঃ আবু তাহের (৩৯), খোরশেদ আলম (৪২), মোঃ নুরুল ইসলাম (৪৫), কামাল হোসেন (৩৪), মোঃ পারভেজ মোশারফ হোসেন (৩১), মাহমুদুল হক (৩৪), মোঃ ইউনুস (৫৫), মোঃ ইলিয়াছ (৫০), মোঃ ইদু (জীবন) (৩১) এবং সাজ্জাদ হোসেন নয়ন (৩১)।
আটককৃতদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় ৯৪ ধারায় মামলা রুজু করে আদালতে পাঠানো হয়।
চাটগাঁ নিউজ/এমকেএন