চান্দগাঁওয়ে ছিনতাইকারী চক্রের ২ সদস্য আটক

চান্দগাঁ ওয়ে-ছিনতাইকারী

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে ছিনতাইচক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন— রাজিব মজুমদার (২২) এবং সাজ্জাদ (২৫)। এরমধ্যে রাজিবের বাড়ি নোয়াখালী জেলার হাতিয়া থানার লক্ষীদিয়ায়। আর সাজ্জাদের বাড়ি চান্দগাঁও থানার মধ্যম মোহরা এলাকায়।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, তারা পেশাদার ছিনতাইচক্রের সদস্য। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top