চান্দগাঁওয়ে অপহরণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে অপহরণের অভিযোগে আসিফ হোসেন (১৭) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৪ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে লক্ষ্মীপুর জেলা রামগতি ভূঁইয়ারহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসিফের বাড়ি ওই এলাকায়। থাকতো নগরের চান্দগাঁও থানাধীন টাওয়ার বিল্ডিং ময়দার মিল এলাকায়।

চান্দগাঁও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, ঋতু নাথ নামে এক কিশোর অপহরণের ঘটনায় তার অভিভাবক থানায় মামলা করেন। পরে অভিযান চালিয়ে অপহৃত কিশোরকে উদ্ধার করে অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top