পড়া হয়েছে: ২৯
চাটগাঁ নিউজ ডেস্ক: নগরের একটি দোকান ও বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার (২৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চান্দগাঁও থানার মৌলভী পুকুর পাড় এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে দোকানের পেছনের বসতঘরে। তবে দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আরাকান সড়কের মৌলভী পুকুর পাড় এলাকায় সন্ধ্যায় আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কালুরঘাট ফায়ার স্টেশনের সদস্যরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দোকান ও এর সঙ্গে লাগানো একটি বসতবাড়ি পুড়ে গেছে।
চাটগাঁ নিউজ/এমআর