নিজস্ব প্রতিবেদক: চান্দগাঁও থানা এলাকা থেকে অপহৃত ছিদরাতুল মুনতাহা (১৪) নামে এক কিশোরীকে চাঁদপুর জেলার শাহরাস্তি থেকে উদ্ধার করেছে চান্দগাঁও থানা পুলিশ।
রবিবার ১৫ ডিসেম্বর ভোর ৫ টার সময় চাঁদপুর শাহরাস্তি থানা এলাকায় অভিযান চালিয়ে চান্দগাঁও থানা পুলিশের বিশেষ টিম অপহরণকারী মাহমুদুল ইসলাম মিরাজ (২০) পিতা আবদুস সাত্তারকে গ্রেফতার করেছে। গ্রেফতার আবদুস সাত্তারের গ্রামের বাড়ি চাঁদপুর, শাহরাস্তি থানা, ১৯ নং ওয়ার্ড, দফাদার বাড়ি খেরিহার বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতার মিরাজ চট্টগ্রাম শহরের কোতোয়ালি ল্যাবরেটরী স্কুলের সামনে একটি খাবারের হোটেলে কর্মচারী হিসেবে কাজ করতেন।
এই ব্যাপারে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফতাব উদ্দিন জানান, উদ্ধারকৃত ভিকটিম ছিদরাতুল মুনতাহা,পিতা-মোহাম্মদ দেলওয়ার হোসেন, চান্দগাঁও পশ্চিম ফরিদার পাড়া, জামাল বিল্ডিংয়ে থাকতেন। তার গ্রামের বাড়ি ফেনীর সোনাগাজী চর খোয়াজ, হাজী সেকান্দর মিয়া সারেং বাড়ি এলাকায়। গ্রেফতার মিরাজের বিরুদ্ধে চান্দগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (নম্বর-১৫/ ১৫ ডিসেম্বর, ২০২৪) দায়ের করা হয়েছে।
চাটগাঁ নিউজ/ইউডি