চাতরী ইউনিয়নে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

চাটগাঁ নিউজ ডেস্ক : আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) সিংহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দ আবু সুফিয়ানের সভাপতিত্বে শিক্ষিকা আয়েশা আকবর চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান ভূঁইয়া। অনুষ্ঠান উদ্বোধন করেন সিংহরা রামকানাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন সিংহরা রামকানাই উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুজন কান্তি পাল। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষিকা মিতা দে।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়নের ১০টি বিদ্যালয়ের প্রধানসহ সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top