‘চাটগাঁইয়া মেজ্জাইন্নে গানর’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও প্রীতি সম্মিলন

চাটগাঁইয়া মেজবানের ইউনেস্কো স্বীকৃতি দাবি

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় প্রচারিত দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমন্ডলে জনপ্রিয়তা অর্জনকারী সিপ্লাসটিভি ও চাটগাঁ নিউজের উদ্যোগে “চাটগাঁইয়া মেজ্জাইন্নে গানর” পুরস্কার বিতরণ ও সিপ্লাস পরিবারের প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১ মে) সন্ধ্যায় চট্টগ্রাম সিনিয়র’স ক্লাবে এ পুরস্কার বিতরণ ও প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হয়।

সিপ্লাসটিভি ও চাটগাঁ নিউজের প্রধান সম্পাদক আলমগীর অপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। এসময় মেয়র সিপ্লাসটিভির উদ্যোগে চালুকৃত চাটগাঁইয়া ভাষার অনুসন্ধানমূলক অ্যাপস ‘চাটগাঁ’ উদ্বোধন করেন।

উদ্বোধনকালে মেয়র বলেন, এ চাটগাঁইয়া ভাষায় কত আদর ভালবাসা, মাধুর্য লুকিয়ে আছে তা ভাষায় প্রকাশ করা যাবে না। সিপ্লাসটিভি আঞ্চলিক ভাষা নিয়ে একটি অ্যাপস চালু করেছে এটি নিঃসন্দেহে প্রশংসনীয়। এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী চট্টগ্রামবাসী অনেক কিছু জানতে পারবে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আমরাও ‘আমার চট্টগ্রাম’ নামে একটি অ্যাপস চালু করেছি। যেটি নগরের রাস্তা ঘাট, বর্জ্য ব্যবস্থাপনা, শিক্ষা স্বাস্থ্যসহ সামগ্রিক নাগরিক সেবামূলক তথ্য সহায়তা সংগ্রহের উদ্দেশ্যে এ অ্যাপসটি চালু করা হয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস এ অ্যাপসটি উদ্বোধন করবেন বলে সম্মতি প্রকাশ করেছেন।

পরবর্তীতে মেয়র চাটগাঁইয়া মেজ্জানর গান প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে “আঁরার মেজ্জান চাঁটগাইয়া মেজ্জান গানটি”(প্রাইজ মানি এক লাখ টাকা)। দ্বিতীয় হয়েছে “চিটাইংয়া পোয়া মেডিত পইরলে লোয়া” (প্রাইজ মানি ৫০ হাজার টাকা)। তৃতীয় হয়েছে “মেজ্জান খাইলে আইয়ুন বদ্দা” (প্রাইজমানি ৩০ হাজার টাকা)। চতুর্থ স্থান অর্জন করেছে “ইয়েন আঁরার চাটগাঁইয়া মেজ্জান” গানটি (প্রাইজমানি ২০ হাজার টাকা) এবং পঞ্চম স্থান অর্জন করেছে “চাটগাঁইয়া মেজ্জান অহংকার” (১০ হাজার টাকা)।

অনুষ্ঠানে চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি বলেন, সিপ্লাসটিভির উদ্যোগে সবসময় ব্যতিক্রমী কিছু করা হচ্ছে। এটি আমাদের সবার জন্য গর্বের। আঞ্চলিক ভাষা নিয়ে কাজ করা চ্যালেঞ্জের বিষয়। সিপ্লাসটিভি সে চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যাচ্ছে।

চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম সভাপতি আবুল মনসুর বলেন, চাটগাঁইয়া আমাদের মায়ের মুখের ভাষা। এ ভাষা আমাদের টিকিয়ে রাখতে হবে। আঞ্চলিক ভাষার অস্তিত্ব রক্ষায় সিপ্লাস নিরন্তর কাজ করে যাচ্ছে।

বারকোড রেস্টুরেন্ট গ্রুপের চেয়ারম্যান মঞ্জুরুল হক মঞ্জু বলেন, চট্টগ্রামের মত ভৌগোলিক পরিবেশ সমৃদ্ধ বিশ্বে অনেক অঞ্চল আছে। কিন্তু চট্টগ্রামের মানুষের মত সুন্দর মনের মানুষ কম জায়গাতে আছে। সুন্দর মনের পাশাপাশি ভোজনরসিকও বটে এই চাটগাঁর মানুষ। যার কারণে আমাদের চট্টগ্রামের ঐতিহ্য মেজ্জানের সৃষ্টি।

এই মেজ্জান নিয়ে আমি কাজ করলেও এটা নিয়ে যে গানের প্রতিযোগিতা করা যায় এই আইডিয়া আমার মাথায় কখনো আসেনি। আমি ধন্যবাদ জানাই সিপ্লাসটিভির এডিটর ইন চীফ আলমগীর অপুকে। তিনি আমার সাথে এই আইডিয়া শেয়ার করেছেন এবং আমাকে এই প্রতিযোগিতায় সম্পৃক্ত করেছেন।

চট্টগ্রাম আদালতের সিনিয়র সহকারী জজ লিগ্যাল এইড চট্টগ্রাম জেলার কার্যালয় মুখ্য কর্মকর্তা রূপন দাশ বলেন, আমি চট্টগ্রামের মানুষ। চট্টগ্রামের মানুষ মানুষকে আপন করে নিতে জানে। সিপ্লাসটিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।

প্রতিযোগিতার বিচারক জনপ্রিয় সংগীত তারকা রবি চৌধুরী বলেন, চাটগাঁইয়া গান আমাকে অনেক কিছু দিয়েছে। চট্টগ্রামের শিল্পীদের মধ্যে আমার মত চাটগাঁইয়া গান আর কেউ গায়নি। প্রয়াত গীতিকার মহিউদ্দিন ভাইসহ আরো অনেকের গান আমাকে জনপ্রিয়তা এনে দিয়েছে। মহিউদ্দিন ভাইয়ের রাষ্ট্রীয় সম্মাননা সময়ের দাবি। সিপ্লাসটিভির এ অনুষ্ঠানের মাধ্যমে আমরা এ আবেদন জানাই। এ আবেদন সরকারের সংশ্লিষ্ট পর্যায়ে পৌঁছাতে সিপ্লাস তার নিজস্ব অবস্থান থেকে কাজ করবে এটাই কামনা করি।

অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পরিচালক শিল্পপতি আবু তৈয়ব, হান্ডি রেস্টুরেন্টের চেয়ারম্যান মো নওশাদ, এনসিপি চট্টগ্রাম জেলার তত্ত্বাবধায়ক জোবায়ের হাসান আরিফ, পিএইচপি ফ্যামিলির পরিচালক মো. মহসিন ও মো. পারভেজ, চট্টগ্রাম আদালত প্রশাসনিক ট্রাইবুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর জালাল উদ্দীন পারভেজ প্রমুখ।

অনুষ্ঠানে জনপ্রিয় সংগীত তারকাদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক রজনী ও সিপ্লাস টিভি, চাটগাঁ নিউজ পোর্টাল প্রতিনিধি পরিবারবর্গের প্রীতিভোজ ও র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সিপ্লাসটিভি ও চাটগাঁ নিউজের প্রধান সম্পাদক আলমগীর অপু বলেন, চাটগাঁইয়া মেজ্জান নিয়ে সংগীত প্রতিযোগিতার উদ্যোগ নেয়া হয় এক বছর আগে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিল্পীদের নিয়ে বিগত এক বছর ধরে এ অনুষ্ঠান আয়োজিত হয়েছে। সিপ্লাসটিভির লক্ষ কোটি দর্শকের ভোট ও বিচারক পার্থ বড়ুয়া ও রবি চৌধুরীর বিচারে প্রতিযোগিতার বিজয়ী নির্বাচিত হয়েছেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেছেন সিপ্লাসটিভির স্টাফ রিপোর্টার ইফতেখার নূর তিশন, সাজিদা ইমা ও তাহফিম আলমগীর।

চাটগা নিউজ/ইউডি/এমকেএন/এসএ/জেএইচ

Scroll to Top