চাটগাঁইয়া পোয়া ডা. বাবরর মানাসলু শৃঙ্গ জয়, লগে আরেক বাংলাদেশি তানভির

চাটগাঁ নিউজ ডেস্ক: পৃথিবীতে আট হাজার মিটারের বেশি উচ্চতার পর্বত আছে মোট ১৪টি। এই উচ্চতায় ভূপৃষ্ঠের তুলনায় অক্সিজেন থাকে মাত্র এক-তৃতীয়াংশ। তাই সাধারণত পর্বতারোহীরা ব্যবহার করেন কৃত্রিম অক্সিজেন।

কিন্তু বাবর আলী সেই নিয়ম ভেঙে আজ ভোরে পৃথিবীর অষ্টম সর্বোচ্চ পর্বত মানাসলু (২৬,৭৮১ ফুট) জয় করেছেন। এটি তাঁর চতুর্থ আটহাজারি শিখর জয়। বাবরের সঙ্গে শিখরে ওঠেন তানভীর আহমেদ। তাঁর এটি প্রথম আটহাজারি অভিযান এবং প্রথম প্রচেষ্টাতেই তিনি সফল হলেন।

খবরটি নিশ্চিত করেছেন অভিযানের ব্যবস্থাপক ফরহান জামান। আউটফিটার প্রতিষ্ঠান স্নোয়ি হরাইজন ট্রেক্স অ্যান্ড এক্সপিডিশন-এর সত্ত্বাধিকারী বোধা রাজ ভান্ডারির সূত্রেও বিষয়টি জানা গেছে।

তার এটিই প্রথম অভিযান। প্রথম চেষ্টাতেই শৃঙ্গ জয় করে তিনি ভেঙেছেন দীর্ঘদিনের একটি ট্যাবু। প্রমাণ করেছেন, বিদেশি প্রাতিষ্ঠানিক মাউন্টেনিয়ারিং কোর্স ছাড়াও কেবল দেশেই অনুশীলন করে উচ্চ পর্বতারোহণে সাফল্য পাওয়া সম্ভব।

ফরহান জামান বলেন, মানাসলুতে একই দিনে দুইবার উড়ল আমাদের লাল-সবুজের পতাকা। নিত্যনতুন চ্যালেঞ্জ নিতে অভ্যস্ত বাবরের দীর্ঘদিনের স্বপ্ন ছিল অতিরিক্ত অক্সিজেন ছাড়া পৃথিবীর অষ্টম উচ্চতম পর্বত জয় করা। এই মানাসলুই হয়ে থাকল সেই কাঙ্ক্ষিত চেষ্টার পর্বত। আর তানভীর দেশের সীমিত সুবিধার মধ্যে অনুশীলন করে এ সাফল্য দেখিয়েছে। দুজনেই আমাদের প্রত্যাশা পূরণ করেছে।

বাবর আলী এর আগে এভারেস্ট-লোৎসে এবং অন্নপূর্ণা-১ শৃঙ্গ জয় করেছেন। মানাসলু জয় তার চতুর্থ সাফল্য। তিনি চান পৃথিবীর ১৪টি শৃঙ্গই জয় করতে। আর তানভীর আহমেদ জানিয়েছেন, তিনি আরও অনেক উচ্চ পর্বতে যেতে চান।

ক্লাব সূত্রে জানা গেছে, গত ৫ সেপ্টেম্বর বাংলাদেশ থেকে নেপালে যান দুজন। প্রস্তুতি শেষে তিলচে গ্রাম হয়ে বেসক্যাম্পে পৌঁছান। কয়েক দফা উচ্চতায় অভিযোজন শেষে গত ২৪ সেপ্টেম্বর তাঁরা ক্যাম্প-৩ (৬,৭০০ মিটার) হয়ে গত ২৫ সেপ্টেম্বর ক্যাম্প-৪ (৭,৪০০ মিটার) এ পৌঁছান। এরপর ২৬ সেপ্টেম্বর ভোরে গাইড বীরে তামাং এবং ফূর্বা অংডি শেরপার সঙ্গে মানাসলু শৃঙ্গে পৌঁছান।

অভিযানে পৃষ্ঠপোষকতা করেছে সামুদা, ভিজুয়াল নিটওয়ারস, গিগাবাইট বাংলাদেশ, চন্দ্রবিন্দু প্রকাশন, সিনোভেস্ট, সিয়েরা-রোমিও, আদিবা ফুটওয়্যার, ফোরএস অ্যাডভান্স টেকনোলজিস, জেনোভার্স, সোর্স এসোসিয়েটস, আইলেট ব্যাংকার্স, কাজী এগ্রো এবং ফ্রিয়েসভা।

ডা.বাবর আলী দেশের শীর্ষস্থানীয় পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স এর সাধারণ সম্পাদক এবং তানভীর আহমেদ এই ক্লাবের মাউন্টেনিয়ারিং বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্বরত। ডা. বাবর আলী চট্টগ্রাম মেডিকেল কলেজের ৫১তম ব্যাচের সাবেক শিক্ষার্থী। তিনি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নজুমিয়া হাটের লেয়াকত আলী ও লুৎফুন্নাহার বেগমের দ্বিতীয় সন্তান।

তানভীর গতবছর অন্যতম টেকনিক্যাল চূড়া আমা দাবলাম সামিট করেন, প্রথম বাঙালি হিসেবে যে পর্বত ২০২২ সালে সামিট করেছিলেন বাবর। ভিএফ এশিয়া বাংলাদেশ এর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কর্মরত তানভীর কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার খরমপট্টি এলাকার অ্যাডভোকেট তারেক উদ্দিন আহমদ এবং শিরীন আহমেদের প্রথম সন্তান এবং নিজেএক কন্যা সন্তানের পিতা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ২০০৬ ব্যাচের সাবেক শিক্ষার্থী।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top