চাক্তাই খালে ডুবে দুই শিশু নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার

চাটগাঁ নিউজ ডেস্ক : মহানগরীর ফিশারিঘাট এলাকায় চাক্তাই খালে পড়ে নিখোঁজ হওয়া দুই শিশুর একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার (১২ জুন) ভোরে রাজাখালী খালের ১৪ নম্বর গলির মুখে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে।। তবে উদ্ধার হওয়া শিশুর পরিচয় পাওয়া যায়নি।

শিশুটির আনুমানিক বয়স ১২ বছর। নিখোঁজ হওয়া আরেক শিশুকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে খালে ককশিট নিয়ে খেলা করার সময় দুই শিশু ডুবে যায়।  ঘটনা জানাজানি হলে পুলিশ ও ফায়ার সার্ভিস শিশুদের উদ্ধারে কাজ শুরু করে।

বাকলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) মো. নোমান জানান, নিখোঁজ এক শিশুকে উদ্ধার করা হয়েছে। আরেক শিশুকে উদ্ধারে কাজ চলছে। যে শিশুটি নিখোঁজ ছিলো তার মরদেহ সকালে ভেসে ওঠে। তবে এখনও পরিচয় নিশ্চিত হতে পারিনি। মরদেহটি চট্টগ্রাম মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, ‘রাজাখালী খালের ১৪ নম্বর গলির মুখে অজ্ঞাত এক শিশুর মরদেহ ভাসতে দেখে এক শিশুর লাশ হাসপাতালে আনা হলে মরদেহটি চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

চাটগাঁ নিউজ/এসআইএস

Scroll to Top