চাকসু নির্বাচন: দুই দিনে মনোনয়নপত্র নিলেন ১৬৯ জন

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বিতরণের প্রথম দুই দিনে মোট ১৬৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

রোববার (১৪ সেপ্টেম্বর) প্রথম দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ২৮ জন প্রার্থী। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের জন্য ছিল ১৮ এবং হল সংসদের জন্য ১০টি মনোনয়ন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দ্বিতীয় দিনে আরও ১৪১টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

এর মধ্যে কেন্দ্রীয় সংসদের জন্য ৭১ জন এবং হল সংসদের জন্য ৭০ জন প্রার্থী মনোনয়ন নিয়েছেন। হলের প্রার্থীদের মধ্যে ছাত্র হল থেকে ২৫ জন এবং ছাত্রী হল থেকে ৪৫ জন মনোনয়ন সংগ্রহ করেছেন।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন সোমবার বিকেল পৌনে ৫টার দিকে এ তথ্য নিশ্চিত করে বলেন, “পুরো ক্যাম্পাসজুড়ে আমরা উৎসবমুখর পরিবেশ দেখতে পাচ্ছি। আমরা আশাবাদী, একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও শিক্ষার্থীবান্ধব চাকসু নির্বাচন উপহার দিতে পারব। ”

এদিকে দ্বিতীয় দিনে বিএনপিপন্থী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল) চবি শাখার নেতারা এককভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে দলীয় প্যানেল এখনো ঘোষণা করা হয়নি। অন্যদিকে, দুইদিন পার হলেও ইসলামী ছাত্রশিবিরের কোনো নেতাকর্মী এখনো মনোনয়নপত্র সংগ্রহ করেননি।

চাকসু নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বিতরণ চলবে আগামীকাল (মঙ্গলবার) বিকেল সাড়ে তিনটা পর্যন্ত। আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে শিক্ষার্থীদের বহুল প্রতীক্ষিত চাকসু নির্বাচন। এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৬৩৪ জন।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top