চাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ২০ প্রার্থী

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহার করেছে ২০ প্রার্থী। এদের মধ্যে কেন্দ্রীয় ছাত্র সংসদের ১১ প্রার্থী এবং হল সংসদের ৯ প্রার্থী রয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য জানিয়েছেন চাকসু নির্বাচনের সদস্য সচিব অধ্যাপক একেএম আরিফুল হক সিদ্দিকী।

তিনি জানান, ২৩ সেপ্টেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ছিল। শেষ দিন পর্যন্ত ২০ জন তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছে। এছাড়া ৪ জনের মনোনয়ন চুড়ান্তভাবে বাতিল করা হয়েছে। আগামীকাল (২৫ সেপ্টেম্বর) চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

এর আগে গতকাল চাকসু নির্বাচনের তারিখ তিন দিন পিছিয়ে ১৫ অক্টোবর করা হয়। পূজার ছুটির কারণে প্রার্থীরা প্রচারণার জন্য মাত্র পাঁচ কার্যদিবস সময় পেতেন। সোমবার (২২ সেপ্টেম্বর) প্রার্থী ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এ বিষয়ে শিক্ষার্থীরা উদ্বেগ প্রকাশ করেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে মঙ্গলবার সকালে নির্বাচন কমিশনের সভায় সিদ্ধান্ত হয় যে ১২ অক্টোবরের পরিবর্তে ১৫ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনে মোট ভোটার ২৭ হাজার ৬৩৭ জন। এর আগে সর্বশেষ ১৯৯০ সালের ৮ নভেম্বর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top