চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) উদ্যোগে এবং চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের সার্বিক সহযোগিতায় চবিতে ‘ফ্রি মেডিক্যাল ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এ কর্মসূচি উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহিয়া আখতার। বিকেল ৩টা পর্যন্ত চলে চিকিৎসা কার্যক্রম। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ৭০০ জন শিক্ষার্থী।
শিক্ষার্থীরা ৮টি বিভাগের ১৮ জন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে সেবা নেন। এসব সেবার মধ্যে রয়েছে-কার্ডিওলজি, মেডিসিন ও ডায়াবেটিস, ফিজিও মেডিসিন, গাইনোকোলজি, চর্মরোগ, নাক-কান-গলা, জেনারেল সার্জারি এবং নিউট্রিশন। চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী রোগীদের নির্দিষ্ট পরিমাণ ওষুধ বিনামূল্যে প্রদান করা হয়। পৃথক ১২টি বুথে শিক্ষার্থীরা চিকিৎসা গ্রহণ করেন।
চাকসুর সহ-সভাপতি (ভিপি) ইব্রাহিম হোসেন রনি বলেন, চাকসু নির্বাচনের সময় আমাদের অন্যতম ইশতেহার ছিল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাখাত উন্নত করা। বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্র ৫০ শয্যায় উন্নীত করার কাজ চলছে। আরও অনেক হাসপাতাল আমাদের সহযোগিতার আগ্রহ জানিয়েছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে শিক্ষার্থীদের আরও উন্নত চিকিৎসা-সেবা দিতে পারব।
চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ডা. একেএম ফজলুল হক বলেন, ক্যাম্পে বিভিন্ন বিভাগের ১৮ জন ডাক্তার ও নার্স অংশ নিয়েছেন। তারা অভিজ্ঞ। আশা করি শিক্ষার্থীরা সঠিক চিকিৎসা-সেবা পাবে। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য আমাদের হাসপাতালে ৫০ শতাংশ ছাড়ের একটি চুক্তি শিগগিরই বাস্তবায়ন হবে।
চিকিৎসা নেওয়া এক নারী শিক্ষার্থী বলেন, ‘আমাদের ক্যাম্পাস শহর থেকে দূরে হওয়ায় শিক্ষার্থীরা অনেক সময় সঠিক চিকিৎসা পায় না। চবির মেডিক্যাল সেন্টারেও চলছে নামকাওয়াস্তে চিকিৎসা। সে তুলনায় ক্যাম্পাসেই বিভিন্ন বিভাগের এত সুন্দর চিকিৎসা-সেবা পেয়ে আমরা আনন্দিত। ডাক্তাররা খুব মনোযোগ দিয়ে সময় নিয়ে সমস্যাগুলো শুনেছেন। প্রেসক্রিপশন অনুযায়ী আমরা বিনামূল্যে ওষুধও পেয়েছি’।
তিনি আরও বলেন, ‘এত সুন্দর আয়োজনের জন্য চাকসুকে ধন্যবাদ। দুই-তিন মাস অন্তর এমন আয়োজন হলে আমাদের আরও উপকার হবে’।
চাটগাঁ নিউজ/জেএইচ







