চাটগাঁ নিউজ ডেস্ক : চাকরিতে পদোন্নতি-বঞ্চনাসহ নানা বৈষম্য নিরসনের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেছেন বাংলাদেশ বেতারের কর্মকর্তা, কর্মচারী, নিজস্ব শিল্পী এবং কলাকুশলীরা।
সোমবার (১৯ আগস্ট) সকালে নগরীর আগ্রাবাগের চট্টগ্রাম কেন্দ্রের মূল ফটকের সামনের সড়কে এই কর্মসূচি পালন করেন তাঁরা।
কর্মসূচিতে কেন্দ্রের পরিচালক মো. মাহফুজুল হক বেতারের নানাবিধ সমস্যার কথা তুলে ধরে তা নিরসনে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
মানববন্ধনে বেতারের কর্মকর্তা, কর্মচারী,নিজস্ব শিল্পী এবং কলাকুশলীরা বিভিন্ন ব্যানার এবং প্লাকার্ডের মাধ্যমে ব্যাচভিত্তিক পদোন্নতি,উপসচিব পদে ন্যায্যতার ভিত্তিতে পদোন্নতি এবং একীভূত বিসিএস (তথ্য) ক্যাডার বাস্তবায়ন করাসহ বৈষম্য নিরসনের দাবি তুলে ধরেন ।
এছাড়া কর্মসূচিতে নন-ক্যাডার কর্মকর্তা ও কর্মচারীদের জন্য প্রস্তাবিত নিয়োগবিধি বাতিল করে পুনঃসংশোধন করা এবং বেতারের নিজস্ব শিল্পীদের পদ স্থায়ীকরণ ও পদোন্নতির ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
মানববন্ধনে কেন্দ্রের সিনিয়র প্রকৌশলী সুব্রত কুমার দাস,আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক মোল্লা মো.আব্দুল হালিম,আঞ্চলিক প্রকৌশলী মো. আসিফুর রহমানসহ বেতারের কর্মকর্তা,কর্মচারী,নিজস্ব শিল্পী এবং কলাকুশলীরা বক্তব্য দেন।
চাটগাঁ নিউজ/এআইকে