হোসাইন আব্বাস : সম্প্রতি বেশ কয়েকজন বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা না দেওয়ায় বাকলিয়ার এক চিকিৎসককে মারধরের অভিযোগ উঠেছে। যদিও বিএনপি নেতাদের দাবি এটা তাদের বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা অপপ্রচার চালানো হয়েছে।
জানা গেছে, গত ১২ আগস্ট বিকেলে নগরীর বাকলিয়া থানাধীন রাহাত্তরপুল পুরাতন চারতলা নুর বেগম মসজিদের পাশে এ ঘটনা ঘটে। আহত ডা. ইকবাল চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত।
ঘটনার পর ফেসবুকে লাইভে এসে ডা. ইকবাল অভিযোগ করেন, স্থানীয় বিএনপি নেতা হারুনসহ কয়েকজন তার কাছে চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় তাকে মারধর করা হয়েছে।
তবে অনুসন্ধানে ঘটনার নেপথ্যে সিপ্লাস টিম জানতে পারে, নগরীর বাকলিয়া থানার কেবি আমান আলী রোডস্থ পুরাতন চারতলা এলাকায় এয়ার মোহাম্মদ স্কুল লেনের মুখে একটি ভবন নির্মাণ করছিলেন ডা. ইকবাল। এটি নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়।
ডা. ইকবালের প্রতিপক্ষের অভিযোগ, তিনি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নকশা না মেনে ভবন নির্মাণ করছিলেন। এ নিয়ে সিডিএ ও দুর্নীতি দমন কমিশনে (দুদক) একাধিকবার অভিযোগও করা হয়। মঙ্গলবার সিডিএ ইমারত কমিটি-১ এর প্রকৌশলী কাজী কাদের নেওয়াজ ভবনটি পরিদর্শনে আসেন।
এছাড়া ডা. ইকবাল সিডিএ থেকে ৭তলার অনুমতি নিয়ে ৮তলা ভবন নির্মাণ করছেন। পাশাপাশি তিনি রাস্তার জন্য নির্ধারিত অংশ ছেড়ে দেননি। এ কারণে পাশের সবাই তার বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। মহল্লা কমিটিত বিচারও করেছে। কিন্তু তিনি কারো কথা শোনেননি। তার চাঁদা দাবির বিষয়টিও মিথ্যা।
বিস্তারিত সিপ্লাস টিভিতে……………………………
চাটগাঁ নিউজ/জেএইচ