চাঁদাবাজির মামলা: ৭ সমন্বয়ক কারাগারে, ৭ শিশু কিশোর উন্নয়ন কেন্দ্রে

চাটগাঁ নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ কবিরের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও ৩ লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগের মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজধানীর কলাবাগান থানার আহ্বায়ক সালাউদ্দিন সালমানসহ (২৪) সাত জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। একইসঙ্গে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাত শিশুকে গাজীপুরের টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।

আজ শনিবার (৮ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম শুনানি শেষে এই আদেশ দেন।

কারাগারে যাওয়া অপর আসামিরা হলেন সাইফুর রহমান রিয়েল খান (২১), সাজিদুল ইসলাম তাহমিদ (২০), শাহাদাত হোসেন (২০), মীর ফাহাদ আহমেদ উৎস (২৫), ছাব্বির আহম্মেদ আবির (১৯) ও ফারহান (২৫)।

মামলার তদন্তকারী কর্মকর্তা, কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) তারেক মোহাম্মদ মাসুদ তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

কলাবাগান থাকার আদালতের সাধারণ নিবন্ধন শাখার এসআই সাইফুল ইসলাম বলেন, মোট ১৪ জনকে হাজির করা হয়। যার মধ্যে সাতজন শিশু, অপর সাতজন প্রাপ্তবয়স্ক। সাত শিশুকে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়।অপর সাত আসামির জামিন আবেদন ছিল। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠিয়েছেন।’

কারাগারে আটক রাখার আবেদনে বলা হয়, পান্থপথে অবস্থিত ত্রিধারা টাওয়ারের ৩য় তলায় শেখ কবিরের কাবিকো কনস্ট্রাকশন লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে। গত ৭ মার্চ দুপুর আড়াইটার দিকে আসামিরাসহ অজ্ঞাতনামা আরও ৫/৭ জন পরিকল্পিত ও দলবদ্ধভাবে শক্তির মহড়া ও ক্ষমতার দাপট দেখিয়ে ত্রাস সৃষ্টি করে। ভয়ভীতি প্রদর্শন ও বেআইনি বলপ্রয়োগ করে জোরপূর্বক অফিস কক্ষে প্রবেশ করে ভাঙচুর ও লুটতরাজ শুরু করে।

সেখানকার পিয়ন ইয়াসিন মৃধা তাদের পরিচয় জানতে চান। তখন তারা বলেন, ‘তোর মালিক শেখ কবিরকে অফিস চালাতে হলে আমাদের চাঁদা দিতে হবে।’ ইয়াসিন এর প্রতিবাদ করলে আসামিরা তৎক্ষনাৎ অফিসের চেয়ার, টেবিল ও অন্যানা আসবাবপত্র ভাঙচুর করার মাধ্যমে ত্রাস সৃষ্টি করে এবং অফিসে থাকা চারটি ডেস্কটপ কম্পিউটার যার মূল্য দুই লাখ টাকা, অফিসের টেবিলের ড্রয়ার ভেঙে নগদ ৩ লাখ টাকা লুট করে আসামিদের মধ্যে কয়েকজন অন্যত্র রেখে আসে। অফিস পিয়নের চিৎকারে আশেপাশের লোকজন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করেন।

পরবর্তী সময়ে সেনাবাহিনীর সহায়তায় কলাবাগান থানা পুলিশ আসামিদের কাছ থেকে লুণ্ঠিত টাকার মধ্যে নগদ ৩১ হাজার, ১৫০ টাকা, বিভিন্ন ধরনের দেশি-বিদেশি ৮৪টি কয়েন, দুটি প্লাস্টিকের হাতল যুক্ত চাকু জব্দ করে। পরে ইয়াসিন মৃধা কলাবাগান থানায় বাদী হয়ে মামলা করেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top