চাঁদাবাজিতে ধরা হান্নান মাসউদের সহযোগীসহ ৫ জন কারাগারে  

চাটগাঁ নিউজ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকার একটি বেসরকারি ক্লিনিকে সমন্বয়ক পরিচয় দিয়ে মব করে চাঁদাবাজির দায়ে হান্নান মাসউদের সহযোগী হিসেবে পরিচিত সাবেক সমন্বয়ক সাইফুল ইসলাম রাব্বিসহ (২৮) পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, নতুন এ মামলায় গ্রেপ্তার হওয়া পাঁচজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

জানা গেছে, সাইফুল ইসলাম রাব্বি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর থানার আহ্বায়ক ছিলেন। একজন প্রকাশকের বাসা ঘিরে মব সৃষ্টির ঘটনায় গত মে মাসে আটক হন তিনি। পরে তাকে মুচলেকা দিয়ে ছাড়িয়ে নিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।

নতুন মামলায় সাইফুল ইসলাম রাব্বিসহ বাকি গ্রেপ্তাররা হলেন- হাসিবুর রহমান ফরহাদ (৩১), আবদুর রহমান মানিক (৩৭), আবু সুফিয়ান (২৯) ও মো. শাহিন (৩৮)।

সোমবার (২৯ সেপ্টেম্বর) মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, রোববার রাতে চাঁদাবাজির ঘটনায় সেনাবাহিনীর সদস্যরা সমন্বয়ক সাইফুল ইসলামসহ চারজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে একই ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে একটি বেসরকারি হাসপাতালের মালিক চাঁদাবাজির অভিযোগে মামলা করেছেন। বর্তমানে তারা কারাগারে আছেন এবং মঙ্গলবার আদালতে তাদের রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।

ওসি কাজী রফিক আরও বলেন, গ্রেপ্তার পাঁচজনের মধ্যে রাব্বিসহ চারজনই নিজেদের সমন্বয়ক পরিচয় দেন।

এর আগে গত ১৯ মে রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে হাক্কানী পাবলিশার্সের চেয়ারম্যান গোলাম মোস্তফার বাসা ঘেরাও করেন। ওই সময় তারা বাসার দারোয়ানকে ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা চালান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাসার পক্ষ থেকে ৯৯৯-এ ফোন করলে পুলিশ গিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের মোহাম্মদপুর থানার সমন্বয়ক রাব্বিসহ কয়েকজনকে আটক করে। পরদিন ধানমন্ডি থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা হান্নান মাসুদ মুচলেকা দিয়ে তাদের ছাড়িয়ে আনেন।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top