নির্যাতন ও হুমকির প্রতিবাদে সড়ক পরিবহন চালক শ্রমিকদের বিক্ষোভ

চাটগাঁ নিউজ ডেস্ক : চাঁদাদাবি, নির্যাতন, হুমকি ও শ্রমিক কার্ড জব্দ করে চাকরিচ্যুত করার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বৈষম্যহীন সড়ক পরিবহন চালক শ্রমিকরা।

(১৯ সেপ্টেম্বরের) বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের খাদান তোর এলাকায় এ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়।

সমাবেশে সড়ক পরিবহন ফেডারেশনের সাবেক সভাপতি শাহজান খানের ছত্রছায়ায় চাঁদাবাজ এনায়েনতুল্লা সহ সকল দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানায় বৈষম্যহীন সড়ক পরিবহন চালক শ্রমিকরা। এ ব্যাপারে তারা অন্তবর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ইব্রাহিম, আবুল হাসেম, রফিক, নবী, জুয়েল, স্বপন, ইলিয়াস, জহির, দেলোয়ার, ফারুক সহ বৈষম্যহীন সড়ক পরিবহন চালক শ্রমিকরা।

চাটগাঁ নিউজ/এআইকে

Scroll to Top