চাটগাঁ নিউজ ডেস্ক: নগরীতে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এক কনস্টেবলের মৃত্যু হয়েছে। নিহত পুলিশ সদস্যের নাম মুবিনুল ইসলাম নয়ন (২৮)।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে দামপাড়া পুলিশ লাইন্সের রিজার্ভ ব্যারাক থেকে কোতোয়ালী থানায় ডিউটির উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে রওনা হয় নয়ন।
পথে কদমতলী আর্টমাচ মোড়ে পৌঁছালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত একটি ময়লার ড্রাম ট্রাক পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে আহতবস্থায় দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ‘ব্রট ইন ডেড (আরটিএ)’ ঘোষণা করেন।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক।
এদিকে দুর্ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট গাড়িটি জব্দ করেছে। গাড়ির হেলপারকেও আটক করা হয়েছে বলে জানা গেছে।
নিহত মুবিনুল ইসলাম নয়নের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার কালা মিয়া সওদাগরের বাড়ির ৩ নম্বর ওয়ার্ডের বুড়ি পুকুর গ্রামে। তিনি উক্ত নুরুল আমিনের ছেলে।
চাটগাঁ নিউজ/জেএইচ






