চসিকের ৩৯ কাউন্সিলর এখনো আত্মগোপনে, তালিকা গেল মন্ত্রণালয়ে

চাটগাঁ নিউজ ডেস্ক : ছাত্র-জনতার আন্দোলনে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে চলে গেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩৭ কাউন্সিলর। তাদের অনুপস্থিতির কারণে নগরের ৪১ ওয়ার্ডের মধ্যে ৩৭ ওয়ার্ড কার্যালয়ের সব কাজ কার্যত থমকে আছে। ওয়ারিশান, জাতীয়তা সনদসহ ১৭ ধরণের সেবা থেকে বঞ্চিত হচ্ছে নগরবাসী।

অনুমোদন ছাড়া কার্যালয়ে অনুপস্থিত থাকা ওয়ার্ড কাউন্সিলরদের সম্প্রতি একটি তালিকা প্রস্তুত করে মন্ত্রণালয়ে পাঠিয়েছে চসিক। সেই তালিকা থেকে এই তথ্য জানা যায়।

জানা গেছে, নগরীর ৪১ ওয়ার্ড কাউন্সিলরের মাত্র যে চারজন কাউন্সিলর অফিস করছেন তারাও ‘অনিয়মিত বা স্বল্প সময়ের’ জন্য অফিস করছেন। অন্যদিকে, ১৪ জন সংরক্ষিত নারী কাউন্সিলরদের মধ্যে ১২ জন কাউন্সিলর অফিস করছেন। এরমধ্যে ৪ জন কাউন্সিলর ‘অনিয়মিত বা স্বল্প সময়ের’ জন্য অফিস করছেন। বাকি ২ জন কাউন্সিলর এখনো অফিস করছেন না। ফলে ওয়ার্ড কার্যালয়ের সব কাজ আটকে আছে।

কাউন্সিলরদের সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে বিভিন্ন ধরনের সনদ দেওয়ার ক্ষেত্রে। এর মধ্যে রয়েছে জাতীয়তা ও চারিত্রিক সনদ, মৃত ব্যক্তির উত্তরাধিকার সনদ। এ ছাড়া জন্মনিবন্ধন সনদও ওয়ার্ড কার্যালয় থেকে দেওয়া হয়। এ ছাড়া শিক্ষার প্রসার ও মান উন্নয়নে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কার্যক্রম তদারকি ও সহায়তা দেওয়া; অপরাধ সংঘটিত হওয়ার বিরুদ্ধে জনমত সৃষ্টিসহ জননিরাপত্তাসংক্রান্ত প্রতিরোধমূলক কার্যক্রম নেওয়া; পরিবেশের উন্নয়ন, ক্রীড়া কার্যক্রমে সহায়তা, জনশুমারিসহ সব ধরনের শুমারিতে সহায়তা, আবর্জনা সংগ্রহ ও অপসারণ, নালা-নর্দমা পরিষ্কার, করপোরেশনের আয় বৃদ্ধি, প্রাকৃতিক দুর্যোগে জনগণকে সহায়তা করা এবং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনার কমিটির সভাপতির দায়িত্ব পালন করতে হয় ওয়ার্ড কাউন্সিলরদের।

তবে ওয়ার্ড কাউন্সিলররা কেন অফিসে আসতে পারছেন না, তার কারণ জানিয়ে কাউন্সিলরদের পক্ষে ওয়ার্ড সচিবরা সিটি করপোরেশনের সচিবকে লিখিতভাবে জানিয়েছেন। এসব চিঠিতে কার্যালয়ে অনুপস্থিতির জন্য মূলত নিরাপত্তার অভাবকে বড় কারণ হিসেবে দেখানো হয়েছে। কেউ কেউ দায়িত্ব পালন করতে পারবেন না বলেও জানিয়েছেন।

ওয়ার্ড কার্যালয়ে উপস্থিত থাকা কাউন্সিলররা হলেন- ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর গাজী মো. শফিউল আজিম, ২ নম্বর জালালাবাদ ওয়ার্ডের কাউন্সিলর মো. শাহেদ ইকবাল বাবু, ৩ নম্বর পাঁচলাইশ ওয়ার্ডের কাউন্সিলর মো. শফিকুল ইসলাম, ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ডের কাউন্সিলর মো. নুরুল আমিন।

অনুপস্থিত কাউন্সিলররা হলেন- ৪ নম্বর চান্দগাঁও ওয়ার্ডের কাউন্সিলর মো. এসরারুল হক, ৫ নম্বর মোহরা ওয়ার্ডের কাউন্সিলর মো. কাজী নুরুল আমিন, ৬ নম্বর ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর এম আশরাফুল আলম, ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর মো. মোবারক আলী, ৮ নম্বর শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর মো. মোরশেদ আলম, ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর মো. জহুরুল আলম জসিম, ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ড কাউন্সিলর নিছার উদ্দিন আহমেদ (মঞ্জু), ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ড কাউন্সিলর মো. ইসমাইল, ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী, ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলাল, ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ড কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন, ১৬ নম্বর চকবাজার ওয়ার্ড কাউন্সিলর নূর মোস্তফা টিনু, ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর মো. শহিদুল আলম, ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর মো. হারুন উর রশীদ, ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর মো. নূরুল আলম, ২০ নম্বর দেওয়ান বাজার ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, ২১ নম্বর জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন, ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ড কাউন্সিলর মো. সলিম উল্ল্যাহ, ২৩ নম্বর উত্তর পাঠানটুলী ওয়ার্ড কাউন্সিলর মো. জাবেদ, ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ড কাউন্সিলর নাজমুল হক (ডিউক), ২৫ নম্বর রামপুর ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সবুর লিটন, ২৬ নম্বর উত্তর হালিশহর ওয়ার্ড কাউন্সিলর মো. ইলিয়াছ, ২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড কাউন্সিলর মো. শেখ জাফরুল হায়দার চৌধুরী, ২৮ নম্বর পাঠানটুলী ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম বাহাদুর, ২৯ নম্বর পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ড কাউন্সিলর গোলাম মো. জোবায়ের, ৩০ নম্বর পূর্ব মাদারবাড়ী ওয়ার্ড কাউন্সিলর আতাউল্লা চৌধুরী, ৩১ নম্বর আলকরণ ওয়ার্ড কাউন্সিলর মো. আবদুস সালাম, ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী, ৩৩ নম্বর ফিরিঙ্গী বাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ (বিপ্লব), ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ড কাউন্সিলর পুলক খাস্তগীর, ৩৫ নম্বর বক্সিরহাট ওয়ার্ড কাউন্সিলর নুরুল হক, ৩৬ নম্বর গোসাইলডাঙ্গা ওয়ার্ড কাউন্সিলর মো. মোর্শেদ আলী, ৩৭ নম্বর উত্তর মধ্যম হালিশহর ওয়ার্ড কাউন্সিলর মো. আবদুল মান্নান, ৩৮ নম্বর দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ড কাউন্সিলর গোলাম মো. চৌধুরী, ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল হক সুমন, ৪০ নম্বর উত্তর পতেঙ্গা ওয়ার্ড কাউন্সিলর আবদুল বারেক, ৪১ নম্বর দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড কাউন্সিলর ছালেহ আহম্মদ চৌধূরী। এছাড়া, দুই সংরক্ষিত কাউন্সিলর হচ্ছেন- সংরক্ষিত ওয়ার্ড ৫ এর কাউন্সিলর আনজুমান আরা (সাধারণ ওয়ার্ড- ১৪, ১৫, ২১), সংরক্ষিত ওয়ার্ড ৮ এর কাউন্সিলর নীলু নাগ (সাধারণ ওয়ার্ড- ২২,৩০,৩১)।

এ বিষয়ে জানতে চাইলে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম বলেন, এখনো পর্যন্ত কোন কোন কাউন্সিলর অনুপস্থিত রয়েছে, মন্ত্রণালয় থেকে আমাদের কাছে তথ্য চেয়েছে। অতি গোপনীয়তার সাথে এই তথ্য প্রদান করতেও বলা হয়েছে। তাই আমরা কাউন্সিলরদের তথ্য সংগ্রহ করে মন্ত্রণালয়ে পাঠিয়েছি।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top