চসিকের স্কুলগুলোতে চালু হচ্ছে ‘হেলথ কার্ড’

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) পরিচালিত স্কুলগুলোতে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে ‘হেলথ কার্ড’ চালু করা হচ্ছে। প্রথম পর্যায়ে চসিকের পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে চালু হচ্ছে এ কার্যক্রম।

আগামী বুধবার (২১ মে) কাপাসগোলা সিটি কর্পোরেশন স্কুলে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন হবে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৫ মে) টাইগারপাসে চসিকের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত জানান মেয়র ডা. শাহাদাত হোসেন।

চসিক সূ্ত্রে জানা যায়, পাথরঘাটা সিটি কর্পোরেশন বালক উচ্চ বিদ্যালয়, গুল-এজার বেগম সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়, ইমরাতুন্নেসা কিন্ডারগার্টেন, পাঁচলাইশ কিন্ডারগার্টেন, কাপাসগোলা সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় এই ৫টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এ কার্যক্রমের আওতায় আনা হবে। পরবর্তীতে চসিকের বাকি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এ কার্যক্রমের আওতায় আনা হবে।

হেলথ কার্ড চালুকরণে চসিকের পক্ষ থেকে দুই ধাপে কমিটিও গঠন করা হয়েছে। একটি কেন্দ্রীয় কমিটি, অপরটি স্কুলভিত্তিক কমিটি। কেন্দ্রীয় কমিটিতে মেয়র, প্রধান নির্বাহি, স্বাস্থ্য কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। স্কুল ভিত্তিক কমিটিতে স্ব স্ব স্কুলের প্রধান শিক্ষক, শ্রেণী শিক্ষক ও শিক্ষার্থীদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ ব্যাপারে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, এ কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, টিকাদান এবং চিকিৎসা সংক্রান্ত তথ্য নিবন্ধন করা হবে। এই কার্ডের মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীর স্বাস্থ্য পরিস্থিতি নিয়মিতভাবে মূল্যায়ন ও অগ্রগতির রেকর্ড লিপিবদ্ধ করে রাখা হবে। ফলে শিক্ষার্থীদের আগাম রোগ শনাক্তকরণ ও স্বাস্থ্য সচেতনতা বাড়বে।

তিনি আরও বলেন, গতকাল সার্কিট হাউসে সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস স্যারকেও স্বাস্থ্য কার্ড চালুর উদ্যোগের কথা জানিয়েছি। তিনি এ উদ্যোগের প্রশংসা করেছেন এবং সরকারের পক্ষে প্রয়োজনীয় সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়, স্টুডেন্ট’স হেলথ কার্ডটিতে শিক্ষার্থীর নাম, জন্ম তারিখ, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম, শ্রেণি, পিতা-মাতার নাম, ঠিকানা ও ফোন নম্বরসহ প্রয়োজনীয় সব পরিচিতিমূলক তথ্য সংরক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। কার্ডে পাঁচ বছর বয়স থেকে ১৭ বছর বয়স পর্যন্ত মোট ১৪ বার স্বাস্থ্য পরীক্ষার রেকর্ড রাখার ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিবার স্বাস্থ্য পরীক্ষায় শিক্ষার্থীর ওজন, মস্তিষ্কের গঠন, শারীরিক উচ্চতা, দাঁতের অবস্থা, চোখ ও কান পরীক্ষার ফলাফল, ত্বক ও চুলের অবস্থা, ব্লাড প্রেসার, রক্তে কণিকার পরিস্থিতি লিপিবদ্ধ করা হবে। তাছাড়া কার্ডটিতে প্রতিটি শিক্ষার্থীর জন্মের পর থেকে বিভিন্ন টিকাপ্রাপ্তির রেকর্ডও সংকলিত থাকবে।

এ ব্যাপারে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানা বলেন, মেয়র মহোদয়ের নিজস্ব চিন্তা থেকে এ উদ্যোগ নেয়া হয়েছে। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় এটি যুগান্তকারী কার্যক্রম হতে চলেছে। চসিকের শিক্ষা বিভাগ এ কার্যক্রম বাস্তবায়নের দায়িত্বে থাকবে। স্বাস্থ্য বিভাগ থেকে সকল ধরণের লজিস্টিক সহায়তা করা হবে। প্রথম ধাপে ৫টি স্কুলকে নির্ধারণ করা হয়েছে। পর্যায়ক্রমে চসিকের অন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে হেলথ কার্ড সিস্টেমের আওতায় আনা হবে।

চাটগাঁ নিউজ/ইউডি/এসএ

Scroll to Top