চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম সিটি করপোরেশনের ৯নং পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জহুরুল আলম জসিমের বড় ভাই জাকির হোসেনকে (৫৭) কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।
বুধবার (২১ মে) রাত সাড়ে ৮ টার দিকে নগরীর আকবারশাহ থানাধীন ফিরোজ শাহ কলোনির জসিম মার্কেটের সামনে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জাকির এশার নামাজ পড়ে বাসায় ফেরার পথে কিছু দুর্বৃত্ত তাকে ঘিরে ফেলে ও আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে এলোপাথাড়ি কোপাতে শুরু করে। এসময় সেখানে অনেক মানুষ উপস্থিত থাকেলেও কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসেননি।
চাপাতির কোপে জাকিরের মাথা, মুখ, কান ও হাতের আঙ্গুল কেটে গেছে। পড়ে গেছে পাঁচটি দাঁত। তিনি বর্তমান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৮নং ওয়ার্ডে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে আকবারশাহ থানার ভারপ্রাপ্ত মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘গতকাল রাতে একজন সন্ত্রাসী জাকির হোসেন নামে এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর জখম করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।’
জাকিরের পরিবারের দাবি, দীর্ঘ ২৮ বছর দুবাইয়ে প্রবাস জীবন শেষে ২০১৮ সালে দেশে ফিরেন। এরপর থেকে ফিরোজ শাহ এলাকায় স্ত্রী ও চার সন্তান নিয়ে বসবাস করে আসছিলেন তিনি। ছোট ভাই জসিম আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকলেও তিনি কখনো রাজনীতিতে জড়াননি।
উল্লেখ্য, নগরীর আকবরশাহ এলাকায় বেশকিছু পাহাড় কেটে ধ্বংস করা, বর্তমান পরিবেশ উপদেষ্টা ও বেলার সাবেক প্রধান নির্বাহী ছৈয়দা রিজওয়ানা হাসানের গাড়ি বহরে হামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে সাবেক কাউন্সিলর জহুরুল আলম জসিমের বিরুদ্ধে। গত ৫ মার্চ রাতে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের উপর হামলার অভিযোগ করা একটি মামলায় বর্তমানে তিনি জেলে আছেন।
চাটগাঁ নিউজ/এসএ