চসিকের সাবেক কাউন্সিলর ইসমাইল আটক

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক ওয়ার্ড কাউন্সিলর মো. ইসমাইল (৫৮) -কে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে নগরের পাহাড়তলী থানার লোহার পুল এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মো. ইসমাইল ওই এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে। তিনি ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বাবুল আজাদ। তিনি জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলাসহ কয়েকটি মামলায় সাবেক এই কাউন্সিলরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top