চসিকের মশক নিধন কর্মকর্তা মাহি কারাগারে

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যাচেষ্টার মামলায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) কর্মকর্তা শরফুল ইসলাম মাহিকে কারাগারে পাঠিয়ে আদালত।

বুধবার (২৩ অক্টোবর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানান চট্টগ্রাম নগর পুলিশের এডিসি (জনসংযোগ) কাজী মোহাম্মদ তারেক আজিজ।

এর আগে মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে তাকে গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ।

মাহি চসিকের ম্যালেরিয়া ও মশক নিধন কর্মকর্তা এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চট্টগ্রাম কলেজ শাখার সহ-সভাপতি ছিলেন।

এডিসি কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, মঙ্গলবার রাতে শরফুল ইসলাম মাহিকে গ্রেফতার করা হয়। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে কোতোয়ালি থানায় দায়ের হওয়া মামলার আসামি। বুধবার তাকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top