পড়া হয়েছে: ৩৯
চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) পরিচালিত নির্মাণাধীন এক বিদ্যালয়ের ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হ্রদয় হাসান (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ৩ শ্রমিক। তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
শুক্রবার (১৬ আগস্ট) দুপুর সোয়া ২টার দিকে নগরের কোরবানিগঞ্জস্থ বলুয়ারদীঘি সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।
নিহত হ্রদয় হাসান লক্ষ্মীপুর জেলার পশ্চিমমান বাড়ির মো. সাহাবুদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানা কর্মকর্তা (ওসি) এস এম ওবায়েদুল হক।
চাটগাঁ নিউজ/এসএ