চলে গেলেন শাহসুফি সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী

চাটগাঁ নিউজ ডেস্ক: মাইজভাণ্ডার দরবার শরীফের প্রখ্যাত আওলাদ, গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন ও খ্যাতিমান সুফি সাধক শাহসুফি ডা. সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী (ম.) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ বাদ এশা চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরীফের শাহী ময়দানে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে দরবার সূত্রে জানা গেছে। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে শয্যাশায়ী ছিলেন।

ডা. সৈয়দ দিদারুল হক ছিলেন বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর ছোট ভাই। পাঁচ ভাইয়ের মধ্যে তিনি ছিলেন চতুর্থ। ইতোমধ্যে তাঁর তিন ভাই ইন্তেকাল করেছেন। বর্তমানে সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী ও সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী জীবিত রয়েছেন।

ডা. সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী শুধু সুফি সাধকই নন, তিনি ছিলেন একজন মুক্তিযুদ্ধের সংগঠকও।

তিনি গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন ছাড়াও আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর সভাপতি এবং শানে গাউসুল আজম মাইজভাণ্ডারী ফোরামের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।

তরীক্বতের শিক্ষা ও আদর্শ প্রচারে তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তিনি নিয়মিত ওয়াজ-মাহফিলে অংশগ্রহণ করতেন এবং মাইজভাণ্ডার দরবার শরীফের বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ছিলেন। তাঁর লক্ষ লক্ষ আশেক ও ভক্ত দেশ-বিদেশে ছড়িয়ে আছেন।

ডা. দিদারুল হকের ইন্তেকালের খবরে ফটিকছড়িসহ সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে। দরবার শরীফ সূত্রে জানা গেছে, ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আশেকানে মাইজভাণ্ডারীর অনুসারীরা জানাজায় অংশ নিতে দরবারে রওনা হয়েছেন।

তাঁর মৃত্যুতে বিভিন্ন সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top