চাটগাঁ নিউজ ডেস্ক: বাঁচানো গেলো না সড়ক দুর্ঘটনায় আহত বীর মুক্তিযোদ্ধা, চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সাবেক সভাপতি মহিউদ্দিন শাহ আলম নিপুকে।
শনিবার (২ আগস্ট) ভোর সাড়ে ৬টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজেউন)।
এর আগে শুক্রবার (১ আগস্ট) রাতে তিনি ঢাকায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়েছিলেন। পরে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে আজ সকালেই তাঁর মৃত্যু হয়।
মরহুমের জানাজা নামাজ আজ বাদ এশা চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে তার মিরসরাইয়ের গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
জানা গেছে, একাত্তরে ১ নম্বর সেক্টরের অধীনে চট্টগ্রাম শহরে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেওয়ার অপারেশনের সফল গেরিলা যোদ্ধা ছিলেন মহিউদ্দিন শাহ আলম নিপু।
গুণী এই ব্যক্তির মৃত্যুতে শোক জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য থেকে শুরু করে সর্বস্তরের মানুষ।
তিনি ছিলেন একাধারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, চবি কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সাবেক বার্ষিকী সম্পাদক, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক, চবি কেন্দ্রীয় এলামনাই এসোসিয়েশনের জীবন সদস্য, সৃজনশীল প্রকাশনা পরিষদের সাবেক সভাপতি, নিবেদন প্রকাশনার স্বত্বাধিকারী, কালধারা সাহিত্য ও সংস্কৃতির পরিষদের প্রতিষ্ঠাতা, চট্টগ্রামের পুস্তক প্রকাশনা জগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র।
চাটগাঁ নিউজ/জেএইচ