চলেন গেলেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ চাটগাঁর কৃতি সন্তান ড. তোফায়েল আহমেদ
বিভিন্ন মহলের শোক

চাটগাঁ নিউজ ডেস্ক: স্থানীয় সরকার বিশেষজ্ঞ চট্টগ্রাম হাটহাজারীর কৃতি সন্তান ড. তোফায়েল আহমেদ আর নেই।

আজ বুধবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে হৃদরোগে আক্রান্ত হলে মঙ্গলবার (৭ অক্টোবর) সেখানে তাঁকে ভর্তি করা হয়।

তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জামাতা লেফটেন্যান্ট কর্নেল সরোয়ার জাহান।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক এই অধ্যাপকের বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী ও এক কন্যা সন্তান রেখে গেছেন।

সরোয়ার জাহান জানান, তোফায়েল আহমেদের হৃদযন্ত্রে তিনটি ‘ব্লক’ ধরা পড়েছিল। এছাড়া ফুসফুসেও সংক্রমণ হয়েছিল। বুধবার বিকালে তার হৃদযন্ত্রে রিং পরানোর জন্য অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয়। এসময় অস্ত্রোপচারের প্রস্তুতি চলার মধ্যে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আগামীকাল বৃহস্পতিবার (৯ অক্টোবর) চট্টগ্রামের হাটহাজারী থানার ফতেপুর গ্রামে সকাল ১১টায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তোফায়েল আহমেদকে দাফন করা হবে বলেও তিনি জানান।

ড. তোফায়েল আহমেদ ছিলেন বাংলাদেশের এক অনন্য জ্ঞানতাপস। যিনি সারা জীবন দেশের প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, জবাবদিহিমূলক স্থানীয় সরকার ব্যবস্থা ও গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠায় নিবেদিত ছিলেন।

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ও প্রাক্তন বিভাগীয় প্রধান হিসেবে অসংখ্য ছাত্রছাত্রী ও গবেষকদের প্রেরণার উৎস হয়ে ছিলেন।

ড. তোফায়েল আহমেদ কর্মজীবন শুরু করেন বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে (বার্ড)। সেখানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। কর্মজীবনে তিনি স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান ছিলেন। তিনি নলেজ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক ওয়ার্ল্ডওয়াইডের (নলেজ ট্রাস্ট) চেয়ারপারসন হিসেবেও দায়িত্ব পালন করেন।

২০২৪ সালের অক্টোবরে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় গঠিত নির্বাচনী সংস্কার কমিশনের সদস্য হিসেবে তিনি মনোনীত হন এবং পরবর্তীতে স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব গ্রহণ করেন।

দেশের স্থানীয় সরকার কাঠামো ও প্রশাসনিক সংস্কারে তার গবেষণা, চিন্তা ও দিকনির্দেশনা আজও প্রাসঙ্গিক ও অনুপ্রেরণাদায়ক।

ড. তোফায়েল আহমেদ ১৯৫৫ সালের ৪ মে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি যথাক্রমে ফতেয়াবাদ উচ্চ বিদ্যালয় এবং চট্টগ্রাম কলেজ থেকে এসএসসি এবং এইচএসসি সম্পন্ন করেন। তিনি ১৯৭৬ এবং ১৯৭৭ সালে যথাক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি ও প্রশাসনে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

১৯৮১ সালে সোয়ানসি বিশ্ববিদ্যালয় থেকে সামাজিক খাত পরিকল্পনা ও ব্যবস্থাপনায় দ্বিতীয় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন এবং ১৯৯১ সালে উন্নয়ন অধ্যয়নে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

গুনী এই অধ্যাপকের মৃত্যুতে শোক জানিয়েছেন অন্তর্বর্তীকালীন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

এছাড়া শোক জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতার, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসনিক) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন এবং লোকপ্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top