চলতি সপ্তাহে হচ্ছে না চবির কোনো বিভাগের পরীক্ষা 

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন সব পরীক্ষা আগামী ৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত স্থগিত করেছে। অর্থ্যাৎ চলতি সপ্তাহে আর কোনো পরীক্ষা নেওয়া হবে না।

আজ সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এর আগে ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর অনুষ্ঠিয় পরীক্ষাসমূহ স্থগিত করা হয়েছিল।

এর আগে শনিবার (৩০ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট সংলগ্ন এলাকায় এক নারী শিক্ষার্থীকে হেনস্তার ঘটনায় স্থানীয় ও শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এর একপর্যায়ে স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ। অন্যদিকে শিক্ষার্থীরাও বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পাল্টা প্রতিক্রিয়া দেখান। রাত দেড়টার দিকে ২ নম্বর গেট এলাকায় সংঘর্ষ ভয়াবহ রূপ নেয় এবং এতে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়।

পর দিন, রবিবার (৩১ আগস্ট) সকাল থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আন্দোলন শুরু করে। দুপুর ১২টার দিকে দুই নম্বর গেট এলাকায় সংঘর্ষ পুনরায় ছড়িয়ে পড়ে। এ সময় চবি উপ-উপাচার্য, প্রক্টরসহ দেড় সহস্রাধিক শিক্ষার্থী আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন হাটহাজারী উপজেলা প্রশাসন।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top